মালয়েশিয়ায় প্রধান বিচারপতির প্রত্যাহার দাবি
২৩ আগস্ট ২০২২সোমবার দিনের শেষভাগে আদালতে এ সংক্রান্ত একটি আবেদন দাখিল করেন রাজাকের আইনজীবী৷
পাঁচ সদস্যের এক প্যানেল রাজাকের আপিল শুনছেন৷ ২০১৮ সালে প্রধান বিচারপতির স্বামী সামাজিক মাধ্যমে রাজাকের সমালোচনা করে মন্তব্য করেছিলেন৷ সে কারণে কাজ করার সময় প্রধান বিচারপতির ‘পক্ষপাতিত্ব হওয়ার বাস্তব সম্ভাবনা' আছে বলে আবেদনে উল্লেখ করা হয়৷ ‘‘বৈবাহিক সম্পর্ক থাকার কারণে অবচেতন মনেই পক্ষপাতিত্ব করার সম্ভাবনা রয়েছে,'' বলে আদালতকে জানান রাজাকের আইনজীবী হিসিয়াম তেহ পোহ তেইক৷
২০০৯ সালের এপ্রিলে ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় ‘১মালয়েশিয়া ডেপেলপমেন্ট ব্যারহাড' বা ১এমডিবি নামে একটি প্রকল্প শুরু করেছিলেন রাজাক৷ জ্বালানি, নির্মাণশিল্প, পর্যটন ও অ্যাগ্রোবিজনেস খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ছিল এর লক্ষ্য৷ কিন্তু প্রোসিকিউটররা ঐ প্রকল্প থেকে চার লাখ ৩০ হাজার কোটি টাকা চুরি যাওয়ার অভিযোগ এনেছেন৷ এর মধ্যে রাজাকের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টে সাড়ে নয় হাজার কোটি টাকার বেশি যাওয়ার প্রমাণ পেয়েছেন বলে দাবি করছেন তদন্তকারীরা৷
সে কারণে ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে হেরে ক্ষমতা ছাড়ার পর রাজাকের বিরুদ্ধে মামলা হয়৷ এরপর ২০২০ সালের জুলাইতে তাকে ১২ বছরের জেল ও সাড়ে চারশ কোটি টাকা জরিমানা করা হয়৷ এই রায়ের বিরুদ্ধে রাজাকের করা আপিলের শুনানি চলছে এখন৷
শুনানি প্রক্রিয়া শুক্রবার পর্যন্ত চলতে পারে৷ তবে তার আগেও রায় হয়ে যেতে পারে৷
জেডএইচ/কেএম (রয়টার্স)