প্রধান নির্বাচকের পদ থেকে চেতনের ইস্তফা
১৭ ফেব্রুয়ারি ২০২৩ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) মুখ্য নির্বাচক ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার চেতন শর্মা। সম্প্রতি এক স্টিং অপারেশনে গোপন ক্যামেরার সামনে ভারতীয় ক্রিকেট নিয়ে মুখ খুলেছিলেন তিনি। তারই জেরে তাকে পদত্যাগ করতে হলো বলে মনে করা হচ্ছে।
গোপন ক্যামেরার সামনে চেতন বলেছিলেন, টিমে তৎকালীন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অধিনায়ক বিরাট কোহলির মধ্যে কীভাবে ইগোর লড়াই চলেছে। চোট লুকিয়ে রেখে ইঞ্জেকশন নিয়ে কীভাবে মাঠে নেমেছেন যশপ্রীত বুমরা। সূত্র জানাচ্ছে, তারই পরিণতিতে শেষপর্যন্ত পদত্যআগ করতে হলো চেতনকে।
সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে চেতন অবশ্য বলেছেন, তাকে কেউ জোর করেননি। ভবিষ্যতের কথা ভেবে নিজের ইচ্ছায় তিনি পদত্যাগ করেছেন। কিন্তু বোর্ডসূত্রে জানা গেছে, তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল।
গত ১৪ ফেব্রুয়ারি স্টিং অপারেশনে বলা চেতনের বক্তব্য সামনে আসে। তারপরেই রীতিমতো শোরগোল পরে যায়। প্রাথমিকভাবে চেতন কোনো মন্তব্য করেননি। পদত্যাগের কথাও প্রথমে তিনি কাউকে জানাননি। জয় শাহকে ইস্তফাপত্র পাঠানোর পরে পিটিআইয়ের কাছে সে কথা স্বীকার করেন তিনি।
চেতনের ভিডিও বাইরে আসার পর প্রকাশ্যেই এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বোর্ডের কর্তারা। তাদের বক্তব্য, এরপর বোর্ডের সঙ্গে সাংবাদিকদের ঘনিষ্ঠতা আর থাকবে না। সকলেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ভয় পাবেন।
এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)