প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা সম্পদের হিসাব দিলে দুর্নীতি অনেক কমবে
১১ ডিসেম্বর ২০০৯এজন্য বাংলাদেশের নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিতে পারে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংসদরা যদি নিজেদের সম্পদের হিসাব দেন এবং তা পরীক্ষা করা হয় তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সাবধান হয়ে যাবেন৷ তখন দুর্নীতিও অনেক কমে যাবে৷
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টার আয়োজিত ‘দুর্নীতি দমন কমিশন কার্যকর : কেন এবং কিভাবে?' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, সংসদ সদস্যদের হাতে আইনগত ক্ষমতা আছে৷ এখন তাঁরা বিচারিক এবং প্রয়োগিক ক্ষমতা চাইছেন৷ এটা হলে ক্ষমতার ভারসাম্য থাকবে না৷ তিনি দুদককে সাংবিধানিক ক্ষমতা দেওয়ারও দাবি জানান৷
আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, শুধু বিগত সরকারের দুর্নীতির তদন্ত করলেই হবে না৷ বর্তমান সরকারের মন্ত্রী ও আমলারা কোন দুর্নীতি করছে কিনা তাও দেখতে হবে৷
প্রতিবেদক: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক