প্যারালাইজড মালিককে সাহায্য করছে কুকুর
২৩ জুলাই ২০১৮কুকুর মানুষের সেরা বন্ধু৷ এই কথাটি যেন নতুন মাত্রা পেলো এই ভিডিওতে৷ মালিকের নেই চলাফেরার ক্ষমতা৷ হুইলচেয়ার ব্যবহার করেন তিনি৷ কিন্তু তাঁকে সার্বক্ষণিক দেখভাল করাই শুধু নয়, তাঁর যাতায়াতে কাজেকর্মে সাহায্য করছে পোষ্য কুকুরটি৷ মানুষ আর কুকুরের সম্পর্ক যেন অন্য উচ্চতায় নিয়ে গেছে এই ঘটনাটি৷
ফিলিপাইন্সে এই ঘটনা ঘটেছে৷ কয়েক বছর আগে এক মোটরসাইকেল দুর্ঘটনায় মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পান ৪৬ বছর বয়সি দানিলো আলার্কন৷
জন্মের পর থেকেই কুকুরটিকে পোষেন তিনি৷ দিগং নামের সেই কুকুর এখন বড় হয়েছে৷ দানিলো আঘাত পাবার পর থেকে তাঁকে দেখভালের কাজটিও করে৷
রেভিলা নামের এক এমবিএ'র ছাত্রী একদিন রাস্তায় যেতে যেতে দেখেন একটি কুকুর তাঁর মালিকের হুইলচেয়ার ঠেলে ঠেলে সামনে নিয়ে যাচ্ছে৷ দৃশ্যটি মোবাইলে ধারণ করেন এবং রাস্তায় থেমে দানিলোর সঙ্গে কথা বলেন তিনি৷
গত ৩০ জুন ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে তিনি লেখেন, ‘‘এমন একটা অসাধারণ দৃশ্য দেখে অভিভূত হই৷ আমার অনুভূতি আমি লিখে বোঝাতে পারবো না৷''
এরপর দানিলো ও তাঁর কুকুরকে পছন্দের বুফেতে নিয়ে যান রিভেলা৷
জেডএ/এসিবি