পুনরায় ‘ইসরায়েল ব্যতীত' শর্ত বাংলাদেশের পাসপোর্টে
১৩ এপ্রিল ২০২৫গত ৭ এপ্রিল তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়৷
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ৷
পত্রিকাটির প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া এই চিঠিতে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত' শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে৷’’
প্রসঙ্গত, আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো, ‘‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত৷’’ তবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়৷ তখন এই বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি বলে লিখেছে দ্য ডেইলি স্টার৷
২০২১ সালের ২২ মে জেরুসালেম পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়, ‘‘ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ৷’’
এরপর ২৩ মে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, ‘‘বিষয়টি শোনার পর আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি৷ ওনার কাছে জেনেছি, ছয় মাস আগে নতুন পাসপোর্ট ইস্যু করার পর ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ একসেপ্ট ইসরায়েল' থেকে ‘একসেপ্ট ইসরায়েল' অংশটি বাদ গেছে৷ এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে৷’’
তিনি বলেছিলেন, ‘‘নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত (except Israel)’ না লেখার অর্থ এই না যে বাংলাদেশ তার অবস্থা পরিবর্তন করেছে৷ বাংলাদেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয় না৷’’
সেই ঘটনার পর থেকে বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত' যুক্ত করার জন্য বিভিন্ন পর্যায় থেকে দাবি তোলা হয়েছে বলে লিখেছে দ্য ডেইলি স্টার৷ শনিবার ঢাকায় ‘মার্চ ফর গাজা' থেকে যেসব দাবি তোলা হয়েছে, তার মধ্যেও এই দাবি ছিল৷
এদিকে, রোববার গাজা উপত্যকায় একটি হাসপাতালে ইসরায়েল মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা৷ এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি৷ হাসপাতালটিতে হামাসের ‘কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার' ছিল বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী৷ একইদিনে গাজায় আরেক বিমান হামলায় সাত ব্যক্তি নিহত হয়েছেন যাদের মধ্যে ছয় ভাই ছিলেন৷ নিহতরা ত্রাণ বিতরণ করছিলেন বলে জানিয়েছে সেই হামলার প্রতক্ষ্যদর্শীরা৷
উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে অপহরণ করে হামাস৷ অপহৃত ৫৯ জনকে তারা এখনো ফেরত দেয়নি, যাদের মধ্যে ২৪ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে৷
ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে হামাস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত৷
হামাসের সেই হামলার পর ইসরায়েলের পাল্টা হামলা, অভিযান ও যুদ্ধে এখন অবধি ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন৷ গাজায় শান্তি ফেরাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত সমাবেশ দেখা যাচ্ছে৷
এআই/এসিবি (দ্য ডেইলি স্টার, এপি)