পাঞ্জাবে সেনা ছাউনিতে গুলি, মৃত চার
১২ এপ্রিল ২০২৩বুধবার ভোর ৪টা ৩৫ মিনিটে ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই সময় আচমকাই সেনা ছাউনির ভিতর গুলি চলার আওয়াজ শোনা যায়। সে সময় প্রায় সকলেই ঘুমোচ্ছিলেন। ঘটনার কিছুক্ষণ পর চারজনের মৃত্যুর খবর পাওয় যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সেনা ছাউনির ভিতরেরই কেউ গুলি চালিয়েছিল। বাইরে থেকে কোনো আক্রমণ হয়নি।
তবে ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই গোটা এলাকা সিল করে দেওয়া হয়। ছাউনির ভিতরে এবং বাইরে সেনাবাহিনীর অফিসাররা তল্লাশি শুরু করেছেন। সূত্র জানাচ্ছে, কোনো জওয়ানই এ কাজ করেছে কিনা তা দেখা হচ্ছে। তবে সেনার তরফে এবিষয়ে কোনো বিবৃতি এখনো জারি করা হয়নি।
ভাটিন্ডার পুলিশ সুপারও জানিয়েছেন, ছাউনির ভিতরের এক জওয়ানাই গুলি চালিয়েছে। বুধবার দুপুরেও সেনার তল্লাশি জারি আছে। এর আগেও সেনা ছাউনিতে গুলি চলার ঘটনা ঘটেছে। জঙ্গিরাও সেনা ছাউনিতে ঢুকে আক্রমণ চালিয়েছে। ফলে সেনার অফিসাররা সবরকম পরিস্থিতিই খতিয়ে দেখছেন। যে জওয়ান গুলি চালিয়েছে বলে মনে করা হচ্ছে, তার বিষয়ে বিশদে খবরাখবর নেওয়া হচ্ছে।
এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)