পাকিস্তানে মসজিদের বাইরে বোমা হামলা, নিহত অর্ধশতের বেশি
২৯ সেপ্টেম্বর ২০২৩স্থানীয় প্রশাসক আত্তাহ উল্লাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রদেশের মাস্তুল শহরে একটি মসজিদের বাইরে এই বিস্ফোরণ ঘটে৷ এ সময় সেখানে অন্তত পাঁচশ’ মানুষ উপস্থিত ছিলেন৷ পাশের একটি হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে৷ তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য আছেন বলেও জানান উল্লাহ৷ এই হামলাকে আত্মঘাতী বলে সন্দেহ করছেন তারা৷
পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মনির আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘‘বোমা হামলাকারী পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টের গাড়ির কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান৷ এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি৷''
এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, মিলাদুন্নবীতে মানুষকে টার্গেট করে এভাবে হত্যা ‘জঘন্য কাজ'৷ হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি৷
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ৷ বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরে সেখানে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের বড় ধরনের কোনো তৎপরতা দেখা যায়নি৷ প্রদেশটিতে তালেবানের সরব উপস্থিতি রয়েছে৷ চলতি বছরে পাকিস্তান একের পর এক জঙ্গি হামলার মুখোমুখি হচ্ছে৷
এফএস/এসিবি (রয়টার্স, এপি, ডিপিএ)