পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে স্বস্তিতে যুক্তরাষ্ট্র
৬ ডিসেম্বর ২০০৯পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোতে বিগত দিনগুলোতে তালেবান জঙ্গিদের হামলার তীব্রতা বাড়ছে৷ সর্বশেষ শুক্রবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আবারও বোমা হামলার ঘটনা ঘটে যাতে প্রাণ হারায় ৪০ জন৷ উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কার্যালয় অবস্থিত৷ এসব হামলার কারণে পাকিস্তানের পরমাণু অস্ত্র কতটা নিরাপদ সে প্রশ্ন দিন দিন জোরালো হয়ে উঠেছে৷ তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস জানিয়েছেন যে তারা পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে স্বস্তিতে রয়েছেন৷ মার্কিন গণমাধ্যম সিবিএস টেলিভিশন এর 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন রবার্ট গেটস৷ পাকিস্তানের অস্ত্র কোথায় রাখা আছে তা জানা সত্ত্বেও এই নিরাপত্তার ব্যাপারে এতটা নিশ্চিত কিভাবে হচ্ছেন? এই প্রশ্নের জবাবে গেটস বলেন, তাদের সঙ্গে আমাদের একটি ভালো সহযোগিতা রয়েছে৷ বিগত কয়েকটি বছরে আমরা সত্যিকার অর্থেই তাদের সহযোগিতা করেছি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে সহায়তা করেছি৷ আমাদের কাছে এই ব্যাপারে যেসব তথ্য রয়েছে সেটি আমাদের এই স্বস্তির কারণ, বলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী গেটস৷
আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের হদিস জানেন না বলেও স্বীকার করেছেন রবার্ট গেটস৷ পাকিস্তান কি লাদেনকে ধরতে যথেষ্ট কাজ করছে? এই প্রশ্নের জবাবে তার উত্তর ছিল, সত্যি বলতে কি আমরা জানি না ওসামা বিন লাদেন কোথা আছে? যদি আমরা জানতাম তাহলে তাকে ধরে ফেলতে পারতাম৷ ওসামা বিন লাদেনের অবস্থানের ব্যাপারে সর্বশেষ কবে সঠিক তথ্য ছিল? এই প্রশ্নের জবাবে গেটস বলেন, আমার মনে হয় কয়েক বছর আগে৷
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি লন্ডনে এক সংবাদ সম্মেলনে দাবি করেন যে ওসামা বিন লাদেন পাকিস্তানে নেই৷ এই বিষয়ে ব্রিটেনের সঙ্গে পাকিস্তানের দ্বিমত স্পষ্ট হয়ে ওঠে, কারণ ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সর্বশেষ কমনওয়েলথ সম্মেলনে পাকিস্তানের প্রতি আহ্বান জানান লাদেনকে গ্রেফতার করার জন্য৷ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর নতুন মন্তব্য পাকিস্তানের অবস্থানকেই আরো শক্তিশালী করতে যাচ্ছে৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী