পাকিস্তানকে হারাতে ভারতের চাই ২৪২ রান
২৩ ফেব্রুয়ারি ২০২৫কুলদীপ যাদব নিয়েছেন ৩ উইকেট৷ জয়ের জন্য ভারতের চাই ২৪২ রান৷
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ‘ক্রিকেটের ক্লাসিকো'৷কমতি থাকে না উন্মাদনা, উত্তেজনা আর বিনোদনের৷ তবে শক্তি আর ভারসাম্যে ভারত সম্প্রতি এগিয়ে গেছে অনেক৷ গত ১০ বছরে তারা কেবল ১টা ওয়ানডেই হেরেছে পাকিস্তানের কাছে৷ তাই দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির আজকের মহারণে পাকিস্তান জিতলে ‘অলৌকিক' কিছু হবে বলে মন্তব্য করেছেন অনেকে৷
শক্তি বা সামর্থ্য যেমনই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ যে সবসময় অনন্ত চাপের সেটা বোঝা গেল প্রথম ওভার থেকেই৷ মোহাম্মদ শামির মতো অভিজ্ঞ পেসার প্রথম ওভারে করলেন ৫টি ওয়াইড! ভারতীয় কোনো বোলারই ওয়ানডেতে এক ওভারে ৫টি ওয়াইড করেননি এর আগে৷ অর্থাৎ রেকর্ড গড়ে শুরু হয় ম্যাচটা৷
রেকর্ড হয়েছে অবশ্য টসেও৷ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর এই ফরম্যাটে টস জেতেনি ভারত৷ জিতল না দুবাইতেও৷ পাকিস্তানের বিপক্ষে মহারণে টস হেরেছেন রোহিত শর্মা, যা ওয়ানডেতে টানা ১২তম টস হার ভারতের৷ ওয়ানডেতে টানা এত বেশিবার টস হারেনি আর কোনো দল৷ এর আগে ২০১১ সালের মার্চ থেকে ২০১৩'র আগস্ট পর্যন্ত টানা ১১ টস হারের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের৷ সেই রেকর্ড ভেঙে যাওয়ায় আজ টস হেরে নিজেকে ‘দুর্ভাগা' ভেবে হেসেছিলেনও রোহিত!
নিজেদের দুর্ভাগা ভাবতে পারে পাকিস্তানও৷ কারণ ২৯ বছর পর তাদের দেশে ফিরেছে আইসিসির কোন টুর্নামেন্ট৷ এই সময়ে আইসিসি ৫৬টি টুর্নামেন্ট আয়োজন করলেও নিরাপত্তা শঙ্কায় বঞ্চিত ছিল পাকিস্তান৷ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আইসিসি ইভেন্ট ফিরলেও সবচেয়ে বড় পাকিস্তান-ভারত ম্যাচই হয়নি বিসিসিআইয়ের আপত্তিতে৷ করাচি, লাহোরের বদলে ম্যাচ খেলতে মোহাম্মদ রিজওয়ানদের আসতে হয়েছে দুবাইয়ে৷
এ নিয়ে জল ঘোলা হলেও ম্যাচটা উপলক্ষ্যে পাকিস্তানের জেলখানায় বন্দি ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবি প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি৷ মাছ ধরতে গিয়ে পাকিস্তানি জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল৷ এমন শান্তির বার্তায় খুশিই হওয়ার কথা আইসিসির৷
দুবাইয়ের ধীরগতির পিচে রান তাড়া করা কঠিন৷ টস জিতে ব্যাটিং নিতে ভুল করেননি পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান৷ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ‘টুকটুক' ব্যাটিংয়ে সমালোচনায় জর্জরিত বাবর আজম শুরু থেকে ছিলেন সাবলীল৷ তবে ইনিংসটা বড় করতে পারেননি৷ ৫ বাউন্ডারিতে ২৬ বলে ২৩ করে হার্দিক পান্ডিয়ার বলে ফেরেন বাবর৷
হার্দিকের করা নবম ওভারের দ্বিতীয় বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়েছিলেন বাবর৷ স্টার স্পোর্টসে তখন দেখানো হচ্ছিল গ্যালারিতে থাকা ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়াকে৷ হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে তার!
পরের ওভারে অহেতুক রান নিতে গিয়ে রানআউট হন ২০২৩ সালের পর ওয়ানডেতে ফেরা ইমাম-উল-হক৷ কুলদীপ যাদবের বল মিডঅনে ঠেলেই দৌড় দেন ইমাম, তবে অক্ষর প্যাটেলের সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙে তার৷ ধারাভাষ্য কক্ষে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম বলছিলেন, ‘‘এটা আত্মহত্যা৷ কখনই রান হত না সেখান থেকে৷''
প্রথম ১০ ওভারে ৫২ রানে ২ ওপেনার হারিয়ে বসে পাকিস্তান৷ ভারতের সময়ের সেরা পেসার যশপ্রীত বুমরা থাকলে ছবিটা আরও অন্যরকম হতে পারত৷ চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না পাওয়া বুমরা সতীর্থদের উৎসাহ দিতে চলে এসেছেন দুবাইয়ে৷ ম্যাচের আগে মাঠে দুই দলের খেলোয়াড়দের গা গরমের সময় আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের ট্রফি দুটি নিয়ে ছবিও তোলেন তিনি৷ আর ম্যাচটা উপভোগ করেছেন গ্যালারি থেকে৷
গ্যালারিতে দেখা গেছে চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ না পাওয়া ভারতের দুই তরুণ ব্যাটার অভিষেক শর্মা আর তিলক ভার্মাকে৷ একটা সময় দুবাই-শারজার মতো ভেন্যুর গ্যালারিতে ভেঙে আসত বলিউডের বড় একটা অংশ৷ আজও দেখা গেছে মেগাস্টার চিরঞ্জীবী আর সোনম কাপুরকে৷ স্টার স্পোর্টসের স্টুডিওতে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ম্যাচ উপভোগ করছিলেন বলিউডের আরেক তারকা সানি দেওল৷
মোহাম্মদ শামি চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরেছেন অস্ত্রোপচারের ধকল কাটিয়ে লম্বা সময় পর৷ বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে চিনিয়েছেন নিজের জাত৷ আজ অবশ্য অস্বস্তিবোধ করায় পঞ্চম ওভারের পর মাঠ ছেড়েছিলেন শামি৷ ভারতের উদ্বেগটা কমে তিনি ১১তম ওভার শেষে মাঠে ফিরে আসায়৷ ফিট থাকতে ২০১৫ সালের পর টানা ১০ বছর সকালের নাস্তা ও দুপুরের খাবার না খাওয়ার কথা প্রথম ম্যাচ শেষে স্টার স্পোর্টসে বলেছিলেন শামি৷ সেই ম্যাচে ৫ উইকেট পেলেও আজ ৮ ওভারে ৪৩ রান দিয়ে ছিলেন উইকেটহীন৷
প্রথম পাওয়ার প্লেতে দুই ওপেনার হারানোর পর রানের গতি ধীর হয়ে পড়েছিল পাকিস্তানের৷ টানা ৩২ বল বাউন্ডারি পায়নি তারা৷ অক্ষর প্যাটেলের করা ১৬তম ওভারের প্রথম বলে স্কুপ করে বাউন্ডারি খরাটা কাটান সৌদ শাকিল৷ এরপর আবারও বাউন্ডারি খরা! পরের বাউন্ডারিটি আসে ২৫তম ওভারের দ্বিতীয় বলে৷
ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে খোলস বন্দী হয়ে পড়েন সৌদ শাকিল ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান৷ ২৫ ওভার শেষে তাদের স্কোর ছিল ২ উইকেটে ৯৯৷ এমন ব্যাটিং দেখা যেত '৯০ দশকে, যখন প্রথম ২৫ ওভারে ১০০' করার পর রানের গতি বাড়িয়ে ২৫০-২৭০'এ থামতে চাইত দলগুলো৷
অবশ্য দুবাইয়ের ধীরগতির পিচের জন্য টসের সময় পিচ রিপোর্টে সুনীল গাভাস্কার ও ইয়ান বিশপ একমত হয়ে বলেছিলেন, ২৭০ এর মতো স্কোর হলে এ মাঠে লড়াই করা যাবে৷ পাকিস্তান ২ বল বাকি থাকতে অলআউট হয় ২৪১ রানে৷ তাতে বড় অবদান সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের তৃতীয় উইকেটে ১০৪ রানের জুটির৷
শাকিল ৭৬ বলে ৫ বাউন্ডারিতে ৬২ আর ও রিজওয়ান করেন ৭৭ বলে ৩ বাউন্ডারিতে ৪৬ রান৷ অক্ষর প্যাটেলের করা ৩৩তম ওভারের দ্বিতীয় বলে ডাউন দ্য ট্র্যাকে এসে ব্যাটে লাগাতে না পারায় বোল্ড হন রিজওয়ান৷ এর ঠিক আগের বলেই (হার্দিক পান্ডিয়ার বলে) আকাশে ক্যাচ তুলে জীবন পেয়েছিলেন রিজওয়ান৷ ওয়ানডে ক্যারিয়ারে ডাউন দ্য ট্র্যাকে এসে স্পিনারদের ৭৫ বলে ১২৬ রান করলেও এ নিয়ে পঞ্চমবার আউট হলেন রিজওয়ান৷ আর হার্দিকের বল তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে অক্ষর প্যাটেলকে ক্যাচ দেন সৌদ শাকিল৷ ১০ বলের ব্যবধানে উইকেটে সেট হওয়া দুই ব্যাটার হারায় পাকিস্তান৷ তাতে আরও একবার কমে রানের গতি৷ শেষ পর্যন্ত স্কোরটা হয় ২৪১ রান৷ ৪০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ৫ উইকেটে ১৮৩ আর ৪৫ ওভার শেষে ৭ উইকেটে ২১২৷ শেষ দিকে খুশদিল শাহ করেন ৩৯ বলে ৩৮ রান৷ কুলদীপ যাদব ৯ ওভারে ৪০ রানে ৩টি আর হার্দিক পান্ডিয়া ৮ ওভারে ৩১ রানে নেন ২ উইকেট৷
সাধারণত ক্রিকেট স্টেডিয়ামগুলিতে কৃত্রিম আলো লাগানো থাকে উঁচু স্তম্ভে৷ কিন্তু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্যালারির ছাদ জুড়ে আছে ৩৫০টি আলোকবাতি৷ এজন্য এই স্টেডিয়ামের আরেক নাম ‘রিং অফ ফায়ার' বা ‘আগুনের আংটি'৷
আলোর ধাঁধায় পড়ে গত বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ ম্যাচে ক্যাচ পড়েছিল ৮৮টি৷ এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-বাংলাদেশের খেলোয়াড়রা এই স্টেডিয়ামে ফেলেছেন একাধিক ক্যাচ৷ আজও মোহাম্মদ রিজওয়ানের আকাশে ওঠা কঠিন ক্যাচ ছাড়েন হর্ষিত রানা৷ রাতের আলোয় পাকিস্তানের ফিল্ডিংও বড় ভূমিকা রাখতে পারে এই ম্যাচে৷
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৪৯.৪ ওভারে ২৪১/১০ (শাকিল ৬২, রিজওয়ান ৪৬, খুশদিল ৩৮, বাবর ২৩; কুলদীপ ৩/৪০, হার্দিক ২/৩১)