পরমাণু ইস্যুতে খামেনির শীর্ষ উপদেষ্টার সঙ্গে পুটিনের বৈঠক
২০ জুলাই ২০২৫ইরানের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে মস্কোর এবং তেহরানকে নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতাও করে থাকে রাশিয়া৷ কিন্তু জুন মাসে ইরানে ইসরায়েলের ব্যাপক হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেওয়ার পরেও রাশিয়া তার সহযোগীর পেছনে জোরেসোরে দাঁড়ায়নি৷
অঘোষিত এবং আকস্মিক এই বৈঠক নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, লারিজানি ‘‘মধ্যপ্রাচ্য এবং ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে পরিস্থিতির মূল্যায়ন করেছেন৷''
অন্যদিকে, পুটিন ‘এই অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল করা এবং ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টির রাজনৈতিক সমাধানের বিষয়ে রাশিয়ার সুপরিচিত অবস্থান' আবারও ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন পেসকভ৷
অন্যদিকে, রোববার এক জার্মান কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরুর পরিকল্পনা করছে৷
ইরানের তাসনিম সংবাদ সংস্থাও নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান তিনটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছে৷
ইসরায়েল বারবার ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ করে আসলেও ইরান তা অস্বীকার করে আসছে৷ শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের ‘বৈধ অধিকার' থাকার কথাও বারবার বলে আসছে তেহরান৷
এডিকে/আরআর (এএফপি)