বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘‘এখন একটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ নওগাঁর আত্রাই নদী৷ আগামী ২৪ ঘণ্টায় তা বিপদসীমার উপরেই থাকবে৷ এরপর পানি কমতে পারে৷ নওগাঁ জেলায় স্বল্প মেয়াদি বন্যার ঝুঁকি রয়েছে৷ পদ্মা নদীর পানি আরো দুইদিন বিদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে৷ এরফলে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলো প্লাবিত হবে৷''