নোবেল শান্তি পুরস্কার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে
৯ অক্টোবর ২০২০২০২০ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হলো জাতিসংঘের শাখা সংগঠন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে। যে ভাবে তারা গোটা বিশ্ব জুড়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করছে ও খাদ্য সুরক্ষা গড়ে তোলার জন্য কাজ করছে, তার স্বীকৃতি দিল নোবেল কমিটি।
কমিটির তরফে জানানো হয়েছে, ''এই পুরস্কার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দিয়ে আমরা মানুষের দৃষ্টি কোটি কোটি অভুক্তের দিকে ফেরাতে চাই, যাঁরা ক্ষুধার্ত।''
২০১৯ সালে এই সংগঠন ৮৮টি দেশের ১০ কোটি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিয়েছে, যাঁরা ক্ষুধা ও খাদ্য অসুরক্ষার শিকার। করোনার ফলে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে। তাই এই সময়েও তাঁরা রীতিমতো সক্রিয়। নোবেল কমিটিও মনে করে, খাদ্য অ-সুরক্ষা অনেক সংঘাতের মূলে।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মুখপাত্র টমসন ফিরি জেনিভাতে বলেছেন, ''এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত। এই বছর আমরা আমাদের কর্তব্যের অতিরিক্ত করার চেষ্টা করেছি। করোনা অতিমারির সময় অতিরিক্ত কাজ করেছি। যখন বিশ্বের অধিকাংশ বিমান পরিষেবা থেমে গেছিল, তখন খাবার ভর্তি আমাদের বিমান চালু ছিল।'' সংগঠনের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, এই পুরস্কার মনে করিয়ে দিলো, জিরো হাঙ্গার ও শান্তি হাত ধরাধরি করে চলে।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের জন্ম ১৯৬২-তে, জাতিসংঘের পরিকাঠামোর মধ্যে থেকে মানুষকে খাদ্য দিয়ে সাহায্য করার জন্য। তাদের প্রথম প্রয়াস ছিল ভূমিকম্প-বিধ্বস্ত উত্তর ইরানে মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া। এখন এই সংগঠনের সঙ্গে ১৭ হাজার কর্মী জড়িত, তাঁরা মূলত সেই সব দেশে ছড়িয়ে, যেখানে মানুষ ক্ষুধার সঙ্গে লড়াই করছেন।
১৯০১ থেকে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। এই নিয়ে ২৫ তম বার কোনো ব্যক্তি নয়, একটি সংগঠনের হাতে নোবেল পুরস্কার তুলে দেয়া হবে।
জিএইচ/এ,জি(এপি, এএফপি)