নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে শংকা
৬ ডিসেম্বর ২০০৮আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, রাজনৈতিক নেতা, বিশেষ করে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রাণনাশের হুমকি দিন দিনই বাড়ছে৷ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সরকারকে দ্রুত এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মনে করেন তিনি৷
নির্বাচনের প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর আরেকজন সদস্য বেগম মতিয়া চৌধুরীকে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বা জেএমবি হুমকি দেয়ার পর বৃহস্পতিবার দলের এক সভায় এসব কথা বলেন আব্দুর রাজ্জাক৷ জঙ্গিরা হুঁশিয়ার করে দিয়ে বলেছে, মতিয়া চৌধুরী যদি সন্ত্রাসবাদ এবং শরিয়া আইন ভিত্তিক রাষ্ট্র গঠনের বিরুদ্ধে কড়া বক্তব্য দেয়া বন্ধ না করেন তাহলে কঠিন পরিণতির মুখে পড়বেন তিনি৷
পুলিশ বলছে, নিষিদ্ধ ঘোষিত জেএমবি আবারো সংগঠিত হচ্ছে নতুন করে হামলার পরিকল্পনা করছে৷ তবে এ ব্যাপারে নজরদারি আরো বাড়ানো হয়েছে এবং জেএমবির দুজন সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মীরা৷ একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রার্থীদের পূর্ণ নিরাপত্তা দেয়া হবে৷
এদিকে গণতন্ত্রী পার্টির সভাপতি ও আসন্ন নির্বাচনে প্রার্থী নুরুল ইসলামের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকান্ড বলে অভিযোগ করেছে ১৪ দল৷ বাড়িতে অগ্নিকান্ডে মারাত্মকভাবে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর৷ অগ্নিকান্ডের ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ৷