নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের প্রতি মার্কিন সমর্থন
৮ নভেম্বর ২০১০মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চলতি সফরে ভারত-মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট ওবামা ও প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ সহযোগিতা প্রসারিত হবে বিভিন্ন ক্ষেত্রে৷ দ্বৈত ব্যবহার্য উচ্চ-প্রযুক্তি রপ্তানি শিথিল করা হবে৷ কাশ্মীর ইস্যুর মীমাংসা করবে ভারত ও পাকিস্তান নিজেরা৷
নিরাপত্তা পরিষদের সংস্কার
আগামী বছর দুয়েকের মধ্যে ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায়৷ সোমবার সংসদের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তবে তিনি মনে করিয়ে দেন, পরমাণু নিরস্ত্রীকরণ ও পরমাণু অস্ত্র প্রসার রোধের মত আন্তর্জাতিক দায়দায়িত্ব পালনও অপরিহার্য৷ তাঁর মতে, ভারত উদীয়মান নয়, উদিত শক্তি৷ ভারত ও যুক্তরাষ্ট্র অভিন্ন স্বার্থ, মূল্যবোধে আবদ্ধ৷ ভারতের গণতন্ত্র,বহুত্ববাদ,সাংস্কৃতিক বৈচিত্র্যের ভূয়সী প্রশংসা করে ওবামা বলেন, ভারত-মার্কিন সহযোগিতা বহুমুখী ও সর্বাত্মক, যার মধ্যে রয়েছে উচ্চ-প্রযুক্তি থেকে জলবায়ু পরিবর্তন, গবেষণা থেকে আর্থিক সহযোগিতা, নিরাপত্তা থেকে বিশ্ব শান্তি৷
সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান লড়াই চালাচ্ছে ঠিকই,কিন্তু পাকিস্তানি ভূখণ্ডে সন্ত্রাসী ঘাঁটি বরদাস্ত করা হবেনা৷ মুম্বই হামলার অপরাধিদের শাস্তি পেতে হবে৷ আফগান জনগণকে যুক্তরাষ্ট্র অবহেলা করবে না৷ সন্ত্রাসীদের বলি হতে দেবেনা৷
যৌথ ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ওবামা এবং প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং প্রথমে এককভাবে তারপর প্রতিনিধি স্তরে আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন৷ ওবামা কাশ্মীর প্রসঙ্গে বলেন, এই পুরানো বিবাদ মিটিয়ে ফেলতে হবে ভারতও পাকিস্তানকে নিজেদের মধ্যে আলোচনা করে৷ এখানে যুক্তরাষ্ট্র মাথা গলাবে না৷ ‘‘যদি উভয় দেশ মনে করে, এতে আমেরিকার ভূমিকা আছে তাহলে আমরা সাহায্য করতে পারি৷ তবে আলোচনা অব্যাহত রাখা উচিত৷'' প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরসহ সব বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় ভারত সবসময়ে আগ্রহী৷ কিন্তু তার আগে পাকিস্তানকে সন্ত্রাস-চালিত ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে৷
উচ্চ-প্রযুক্তি ভারতে রপ্তানি করার ওপর থেকে বিধিনিষেধ শিথিল করা, পরমাণু সরঞ্জাম সরবরাহকারী গ্রুপের মত বহুপাক্ষিক সংস্থাগুলিতে ভারতের সদস্যপদ লাভে সাহায্য করার ঘোষণাকে স্বাগত জানিয়ে ড. সিং বলেন, এটা দুদেশের পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভিব্যক্তি৷
বাণিজ্যিক সম্পর্ক
ওবামা ১৫০০ কোটি ডলারের আর্থিক চুক্তির কথা উল্লেখ করে বলেন, ভারত আজ অ্যামেরিকার অন্যতম শীর্ষ বাণিজ্যিক অংশীদার৷ বাণিজ্যিক সংরক্ষণ ও অন্যান্য বাধা লাঘব করা হচ্ছে৷ অসামরিক পরমাণু চুক্তি বাস্তবায়িত হচ্ছে৷ অন্যান্য ক্ষেত্র, যেমন জলবায়ু পরিবর্তন, সন্ত্রাস দমন, কৃষি,স্বাস্থ্য, উচ্চশিক্ষা, দুষণমুক্ত বিদ্যুৎ, মহাকাশ ও হোমল্যান্ড নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত হচ্ছে৷
এর আগে আজ সকালে প্রেসিডেন্ট ওবামাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয় রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে৷ দেয়া হয় গার্ড অফ অনার৷ তারপর তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিবেদীতে পুষ্পার্ঘ নিবেদন করেন৷ রাতে রাষ্ট্রপতিভবনে তাঁর সম্মানে দেয়া রাষ্ট্রীয় ভোজে যোগ দেন সস্ত্রীক ওবামা৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনা: সঞ্জীব বর্মন