নার্স যখন রোবট
কলকাতার এক হাসপাতালে এসে পৌঁছেছে রোবট নার্স। কী কী করতে পারে এই যন্ত্র মানবী?
রোবট নার্স
দেহের তাপমাত্রা মাপা থেকে শুরু করে রোগীকে ওষুধ খাইয়ে দেওয়া, এমনকি গলা থেকে লালারসের নমুনাও সংগ্রহ করতে পারবে এই ‘যন্ত্র মানবী’। দিতে পারবে রোগীর প্রশ্নের উত্তরও।
কৃত্রিম বুদ্ধি
পাঁচ ফুট উচ্চতার এই রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে রোগীর নানা প্রশ্নের জবাব দিতে পারে। প্রয়োজনে রোবট নার্সের মাধ্যমে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সঙ্গে যোগাযোগ করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ।
রক্ত পরীক্ষা
শরীর থেকে রক্ত সংগ্রহ করে পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে দেবে এই রোবোটিক নার্স নিজেই।
যন্ত্রের সেবা
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতাল নিয়ে এলো এমনই এক যান্ত্রিক সেবিকাকে। পূর্ব ভারতের হাসপাতালে এমন রোবট নার্সের ব্যবহার এই প্রথম বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
করোনার ফসল
করোনার সময় রোগীর কাছে যেতে ভয় পেতেন নার্স এবং ডাক্তাররা। তখনই রোবট নার্সের ভাবনা মাথায় আসে হাসপাতাল কর্তৃপক্ষের।
উদ্বোধন পর্ব
স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে রোবট নার্সের উদ্বোধন হয়।
সরকারও ভাবছে
মন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, আপাতত কিছু পরিষেবার ক্ষেত্রে এই রোবট ব্যবহার করা হচ্ছে। অদূর ভবিষ্যতে রোবটিক সার্জারি চালু করার পরিকল্পনাও আছে।
মানুষ কাজ হারাবে?
রোবট চালু হলে কি মানুষ কাজ হারাবে? মন্ত্রীর দাবি, মানুষের পক্ষে যে কাজ করা সম্ভব নয়, রোবট সে কাজও করতে পারে। দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই আগামীতে কাজ করা হবে।
রোবটের কারিগর
এক বেসরকারি কলেজের পড়ুয়ারা প্রায় দেড় বছরের চেষ্টায় রোবটটি তৈরি করেছে। নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী অঙ্কুশ ঘোষ। রোাবট নার্সটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা।
রোগীদের মন্তব্য
এক রোগীর কথায়, ''আমাদের দেশে চিকিৎসার মতো সংবেদনশীল একটি বিষয়ে রোবট নার্সের উপর ভরসা এবং বিশ্বাস তৈরি হতে সময় লাগবে।''