নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বাঙ্কার, ভিতরে ভর্তি ফেনসিডিলের শিশি
নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি বাঙ্কার উদ্ধার। সেই বাঙ্কারে ভর্তি ছিল কাশির সিরাপ ফেনসিডিলের শিশি।
সীমান্তের দুই কিলোমিটারের মধ্যে
ভারত-বাংলাদেশ সীমান্তের দুই কিলোমিটারের মধ্যে নদিয়ায় তিনটি বাঙ্কারের খোঁজ পায় বিএসএফ। পুলিশকে সঙ্গে নিয়ে তারা তল্লাশি করছিল। তখন তারা এই বাঙ্কার উদ্ধার করে। এছাড়া আরেকটি বাঙ্কার তৈরি করা হচ্ছিল। সেখানে মেটাল শিটও নিয়ে যাওয়া হয়েছিল।
কীরকম বাঙ্কার?
মাটি কেটে এই বাঙ্কার তৈরি করা হয়েছিল। তারপর তার ভিতরে রাখা হয় ধাতুর তৈরি বাক্স। আর তাতে রাখা ছিল বাক্সভর্তি শিশি।
এক কোটি ৪০ লাখের কাশির ওষুধ
এই বাঙ্কারে ধাতুর কাঠামোর মধ্যে ছিল ৬২ হাজার কাশির ওষুধ ফেনসিডিলের বোতল। এই ওষুধ মাদক হিসাবেও ব্যবহার করা হয়। ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেনসিডিলের চোরাবারবারের অভিযোগ দীর্ঘদিনের।
কী করে উদ্ধার হলো বাঙ্কার?
বিএসএফ বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রতিটি বাঙ্কার ছিল ১৫ ফুট গভীর। সবমিলিয়ে ৬২ হাজার ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়েছে, যার মূল্য এক কোটি ৪০ লাখ টাকার মতো। এই বাঙ্কারগুলি চোরাকারবারীরা জিনিস মজুত করার কাজে ব্যবহার করতো বলে তাদের মনে হয়েছে। বিএসএফ মুখপাত্র জানিয়েছেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
পুলিশ-বিএসএফের অগোচরে কী করে বাঙ্কার?
সীমান্তের এত কাছে পুলিশ ও বিএসএফের চোখ এড়িয়ে কী করে এই বাঙ্কার তৈরি হলো, তার জবাব পাওয়া যায়নি। যে তিনটি বাঙ্কার উদ্ধার করা হয়েছে, তার মধ্যে দুইটি ছিল জঙ্গলের মধ্যে, একটি চালাঘরের তলায়। সেখানে মাটি সরানো হয়েছে, ধাতুর কাঠামো বসানো হয়েছে, অথচ, পুলিশ বা বিএসএফ তা টের পায়নি। বিএসএফ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই বাঙ্কারগুলিকে নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
সুশান্ত ঘোষের খোঁজে পুলিশ
পুলিশ এখন সুশান্ত ঘোষের খোঁজ করছে। এই সুশান্ত ঘোষের নামে মাদক পাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগ সামনে আসার পর মাসখানেকের উপর সে ফেরার। সুশান্ত ঘেোষের জমিতেই এই বাঙ্কার তৈরি হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয় মানুষ জানিয়েছেন, সুশান্ত কিছুদিন আগে ওই জমি কিনেছিল।
অভিযোগ-পাল্টা অভিযেোগ
বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, বিএসএফের গোয়েন্দারা খবর দেয়ায় পর তারা এই বাঙ্কার উদ্ধার করতে পেরেছে। সীমান্তের এত কাছে বাঙ্কার হচ্ছিল, অথচ, পুলিশ কিছুই করেনি। তণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, সীমান্ত ও তার কাছের এলাকা নিরাপদ রাখার কাজ বিএসএফের। বিএসএফের কম্যান্ড জোনেই বাঙ্কার উদ্ধার হয়েছে। এখানে পুলিশ যেতে পারে না।