‘ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িসহ আরও কয়েকটি বাড়ি ভাঙচুর’
৫ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে৷ এছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি, কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷
শেখ হাসিনার বক্তৃতায় উত্তেজনা
বুধবার রাত ৯টায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়৷ এ ঘোষণাকে কেন্দ্র করে বুধবার দিনভর সামাজিক মাধ্যমে উত্তেজনা চলে৷ এরপর বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি৷
গণ-অভ্যুত্থানের ছয় মাস পূর্তি
গত ৫ আগস্ট এর পর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল৷ গণ-অভ্যুত্থানের ছয় মাস পূর্তি ছিল গতকাল বুধবার৷ শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন৷ একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়৷ পরে ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়৷
ভাঙছে দিনমজুর
৩২ নম্বরে আওয়ামী লীগের একাধিক সংগঠনের কার্যালয় ছিল, তাও ভেঙে ফেলা হচ্ছে৷ ঘটনাস্থলে শত শত মানুষকে দেখা গেলেও ভাঙচুরের কাজটি মূলত করছেন দিনমজুরের মতো লোকেরা৷
সুধাসদনে আগুন
রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে বুধবার রাতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা৷ তবে নিরাপত্তার অভাব ও বিক্ষুব্ধদের বাধার কারণে আগুন নেভাতে যেতে পারেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস৷
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ ৬ ফেব্রুয়ারি বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর মহল্লার ওই বাড়িতে এ ঘটনা ঘটে৷ আব্দুল কাদের মির্জা ও শাহাদাত মির্জার দ্বিতল ভবন, টিনশেড ঘর ও টিনের রান্নাঘর ভাঙচুর করা হয়৷ তবে সেসময় বাড়িতে কেউ ছিলেন না৷
খুলনায় গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’র একটি অংশ
বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ময়লাপোতা এলাকায় ‘শেখ বাড়ি’র একটি অংশ৷ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে ওই ভাঙচুর শুরু করে৷ রাতভর দুটি বুলডোজার চালিয়ে বাড়ির প্রধান ফটক, দেয়ালসহ বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়৷ বুধবার রাতেই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও বুলডোজার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে৷
কুষ্টিয়ায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে হানিফের বাড়ি
কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি৷ বুধবার রাতে শহরের পিটিআই সড়কে তিনতলা বাড়িটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ভাঙা শুরু হয়৷
আরও বিভিন্ন এলাকায় হামলা-ভাঙচুর
এছাড়া পাবনা, কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের মুর্যাল ভাঙচুর করা হয়৷ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে৷ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য হাজী আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ সিলেট ও সাভারে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে৷
বিভিন্ন হলের নামফলক ভাঙচুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হাতুড়ি দিয়ে তুলে ফেলেছেন শিক্ষার্থীরা৷ নতুন নাম দিয়েছেন ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ম্যুরাল ভেঙেছেন একদল শিক্ষার্থী৷ তারা শেখ মুজিবুর রহমান হলের নামফলকও খুলে ফেলেছেন৷
বিভিন্ন হলের নাম পরিবর্তন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’, নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের পরিবর্তে ‘শহীদ আলী রায়হান হল’ ও শেখ হাসিনা হলের পরিবর্তে ‘ফাতিমা আল-ফাহরিয়া হল’ নাম দিয়ে ব্যানার ঝুলিয়ে দেন৷