দ্য কেরালা স্টোরি দেখানো যাবে পশ্চিমবঙ্গে
১৮ মে ২০২৩বিতর্কিত কেরালা স্টোরি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বলা হয়েছিল, পশ্চিমবঙ্গের কোনো প্রেক্ষাগৃহে এই ছবি চালানো যাবে না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ওই নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ জারি করেছে। ফলে পশ্চিমবঙ্গের সিনেমাহলগুলিতে এই ছবি চালানোয় আর কোনো বাধা থাকল না।
পশ্চিমবঙ্গ সরকার ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করার পর আদালতের দ্বারস্থ হয়েছিল ছবির নির্মাতারা। বৃহস্পতিবার সেই মামলাতেই রাজ্য সরকারের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।
পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য ছিল, বিতর্কিত এই ছবিটি ঘিরে অশান্তি ছড়াতে পারে। সে কারণেই তার প্রদর্শন বন্ধ রাখা প্রয়োজন। সরকারের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেনি সুপ্রিম কোর্ট।
কেরালায় কীভাবে নারীদের ধর্মান্তরিত করে আইএসআইএস বানানো হচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ছবিটির ট্রেলার প্রকাশ পাওয়ার পরেই শুরু হয় বিতর্ক। সিনেমায় বলা হয়েছে ৩২ হাজার কেরালার নারীকে আইএসআইএস সিরিয়ায় নিয়ে গেছে। এবিষয়টিও আদালত পর্যন্ত পৌঁছেছিল। আদালতের নির্দেশে ছবির প্রযোজকরা ৩২ হাজার সংখ্যাটি বদলে তিন করতে বাধ্য হয়।
এসজি/জিএইচ (পিটিআই)