দুই সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার ৩৫৭
১ নভেম্বর ২০২৩টসে জিতে উল্টো ম্যাচটাই কি আফ্রিকাকে তুলে দিলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম? প্রথম ইনিংস শেষে আপনি এই প্রশ্ন করতেই পারেন৷ এই বিশ্বকাপে শুরুতে ব্যাট করে কোনো ম্যাচ হারেনি সাউথ আফ্রিকা, তাদের প্রথমে ব্যাট মানে রানের পাহাড় গড়া৷ সেটা জেনেও কেন ল্যাথাম আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠালেন?
ল্যাথামের আফসোসের কারণ আসলে আফ্রিকার দুইজন৷ একজন এই বিশ্বকাপে সম্ভবত নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন৷ ডি ককের আরেকটি সেঞ্চুরি হয়েছে আজ, পরে বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন ভ্যান ডার ডুসেনও৷
শুরুটা অবশ্য খুব ভালো হয়নি আফ্রিকার৷ ২৮ বলে ২৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন অধিনায়ক টেন্ডা বাভুমা, দলের রান তখন ৩৮৷ ডি কক তখন একটু অপ্রত্যাশিতভাবেই কিছুটা নীরব৷ অনেকটা সময় তিনি কিছুটা খোলসে রইলেন৷ তার সঙ্গী ভ্যান ডার ডুসেনও খুব বেশি স্বচ্ছন্দে ছিলেন না৷ প্রথম ১০ ওভারে ৪৮ রান তুলল আফ্রিকা৷
ফিফটি করতেও ৬২ বল লাগিয়ে ফেললেন ডি কক৷ এরপরেই হাত খুলে খেলা শুরু করলেন৷ ওদিকে ৬১ বলে ফিফটির পর ভ্যান ডার ডুসেনও তখন হারানো ছন্দ ফিরে পেয়েছেন৷ কিউই ফিল্ডাররাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছিলেন তাদের দিকে৷ ৭২ রানে ভ্যান ডার ডুসেন দিয়েছিলেন হাফ চান্স৷ তার আগে ১২ রানেও ডি কক দিয়েছিলেন কঠিন সুযোগ৷ সেটাও নিতে পারেননি ফিলিপ্স৷ ৯৪ রানে ডি কককে রান আউট করার সুযোগও হাতছাড়া করেছে কিউইরা৷
এত সুযোগ দুই হাতে লুফে নিয়ে শেষ পর্যন্ত ডি কক সেঞ্চুরিটা পেয়ে যান নিশামকে পুল করে ছয় মেরে৷ ১০৩ বলের এই সেঞ্চুরি এই বিশ্বকাপে তার চতুর্থ তিন অংকের ইনিংস, এক বিশ্বকাপে এর চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু রোহিত শর্মার৷ ভারতে ডি ককের ফিফটি মানেই সেটা সেঞ্চুরি, আর নিউজিল্যান্ডের বিপক্ষেও এটা তার প্রথম৷ শেষ পর্যন্ত ১১৬ বলে ১১৪ রান করে টিম সাউদির বলে কাট করতে গিয়ে ক্যাচ দিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। দুজনের জুটি ভাঙল ঠিক ২০০ রান ওঠার পর৷
ওদিকে ভ্যান ডার ডুসেনও এরপর কচুকাটা করতে শুরু করেছেন কিউই বোলারদের। চার মেরে পেয়েছেন এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি, ৫১ ওয়ানডে ইনিংসেই পেয়ে গেলেন তার ষষ্ঠ সেঞ্চুরি৷ ১০৯ রানে আরেকবার কঠিন সুযোগ দিয়েছিলেন, এবার ক্যাচটা হাতে রাখতে পারেননি বোল্ট৷ উলটো বানিয়ে ফেলেন ছয়৷ সেই সুযোগ কাজে লাগিয়ে ইনিংস শেষ করেছেন ১১৭ বলে ১৩৩ রান করে৷ শেষ পর্যন্ত ৩৫৭ রানে ইনিংস শেষ করেছে আফ্রিকা, শেষ ১০ ওভারে তুলেছে ১১৯ রান৷ ডি কক-ডুসেনের পাশাপাশি ৩০ বলে ৫৩ রান করে তাতে বড় অবদান রেখেছেন ডেভিড মিলারও৷
সংক্ষিপ্ত স্কোর :
সাউথ আফ্রিকা ৫০ ওভারে ৩৫৭/৪ (ভ্যান ডার ডুসেন ১৩৩, ডি কক ১১৪, মিলার ৫৩,; সাউদি ২/৭৭ )