দুইদিনে দুই ভূমিকম্প: ক্রোয়েশিয়ার শহর বিধ্বস্ত
এক দিনের ব্যবধানে দুইবার ভূমিকম্প আঘাত হেনেছে ক্রোয়েশিয়ায়৷ নিহত হয়েছে সাত জন৷ পেত্রিনিয়া শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চল
সোমবার ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ এর ২৪ ঘণ্টা পর একই এলাকায় আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪৷
আফটার শক
মঙ্গলবার দেশটিতে বেশ কয়েকবার ভূকম্পন অনুভূত হয়েছে৷ সেগুলো ৩ মাত্রা বা তার চেয়ে কিছুটা শক্তিশালী ছিলো৷
প্রতিবেশী দেশে ভূকম্পন
মঙ্গলবার ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবসহ প্রতিবেশী দেশ বসনিয়া, সার্বিয়ায় ভূকম্পন অনুভূত হয়েছে৷ এছাড়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতেও অনুভূত হয়েছে ভূকম্পন৷ ভূমিকম্পের পর উৎপত্তি স্থল থেকে ১০০ কিলোমিটার দূরে স্লোভেনিয়ার একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে দেশটি৷
উৎপত্তিস্থল
জাগরেবের ৫০ কিলোমিটার দক্ষিণের পেত্রিনিয়া শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস৷ এ কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি পেত্রিনিয়া৷
পুরোপুরি বিধ্বস্ত পেত্রিনিয়া
মঙ্গলবার ভূমিকম্পের পর পেত্রিনিয়ার মেয়র দারিঙ্কো দুম্বোভিচ জানান, তার শহর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে৷ হিরোশিমার সাথে পেত্রিনিয়ার তুলনা করে বলেছেন, ২০ হাজার মানুষের এ শহরের অর্ধেক একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷
ক্ষতিগ্রস্ত অনেক ভবন
শক্তিশালী দুই ভূমিকম্পে মধ্যাঞ্চলীয় পেত্রিনিয়া ও অন্যান্য শহরে ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে উদ্ধারকর্মীরা৷ উদ্ধারকাজে সহায়তা করছে সেনা সদস্যরা৷
ইইউ এর আশ্বাস
ভূমিকম্পের পরপরই পেত্রিনিয়ায় যান প্রধানমন্ত্রী আন্দ্রে প্লেঙ্কোভিচ৷ সেখানকার অনেক ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় অধিবাসীদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ ইউরোপীয় ইউনিয়নের নেতারা জানিয়েছেন, তারা পরিস্থিতির দিকে নজর রাখছেন৷ প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা৷
নিহত ও আহত
গ্লিনা শহরে মারা গেছে পাঁচজন৷ পেত্রিনিয়ায় ১২ বছরের এক শিশু মারা গেছে৷ জাজিনা গ্রামের একটি গির্জার ধ্বংসস্তূপের মধ্যে আরেকজনের মরদেহ পাওয়া গেছে৷ পুলিশ জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২০ জন সামান্য আঘাত পেয়েছেন এবং আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন৷
সিসাক
পেত্রিনিয়ার কাছের আর এক শহর সিসাকের জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রধান জানিয়েছেন, পেত্রিনিয়া আর সিসাসে অনেক মানুষ আহত হয়েছেন৷ কারো হাড় ভেঙ্গেছে, কারো অস্ত্রোপচার করতে হয়েছে৷
জাগরেবের কিছু এলাকা বিদ্যুৎহীন
রাজধানী জাগরেবেও ভূমিকম্পে আহত হয়েছে কয়েকজন৷ ভূমিকম্পের পর কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে৷