দিল্লিতে তীব্র জলকষ্ট, অনশন করে মন্ত্রী আইসিইউ-তে
প্রচণ্ড গরমে দিল্লির একটা বড় অংশে তীব্র জলসংকট। আপের অভিযোগ, বিজেপি শাসিত হরিয়ানা জল বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে অনশন করছিলেন অতিশি। শরীর খারাপ হওয়ায় তাকে হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করতে হয়।
জলের জন্য হাহাকার
দিল্লির বেশ কিছু জায়গায় জলের জন্য হাহাকার শুরু হয়েছে। ট্যাংকারে করে জল পাঠানো হচ্ছে। তা নিয়ে মারামারি পর্যন্ত হচ্ছে। সাধারণ মানুষ কোনোরকমে কয়েকটি পাত্রে জল ভরতে পারছেন। তা দিয়ে সারাদিনের কাজ চালাতে হচ্ছে।
২৮ লাখ মানুষ সংকটে
দিল্লির ২৮ লাখ মানুষ জলসংকটের মধ্যে পড়েছেন বলে আপের মন্ত্রি অতিশি জানিয়েছেন। রাজ্য সরকার ও আপের অভিযোগ, হরিয়ানা জল দেয়া কমিয়ে দেয়ায় এই অবস্থা হয়েছে। তবে আপার গঙ্গা পাইপলাইন থেকে গঙ্গার জল আসার পরিমাণ এক থাকায় রাজধানীর বাকি মানুষদের জলকষ্টের মুখে পড়তে হয়নি।
কেন এই জলকষ্ট?
অতিশি ও আপের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন ১১৩ মিলিয়ান গ্যালন জল কম আসছে। বিজেপি শাসনাধীন হরিয়ানা সরকার জল কম দেয়ায় আপের বিধায়করা এলজি-র সঙ্গে দেখা করেন। তারা এলজি-কে বলেছেন, হিমাচলে বৃষ্টি শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে এত জল আসবে যে, হরিয়ানা চেষ্টা করেও তা ধরে রাখতে পারবে না।
অনশন করে অতিশি হাসপাতালে
দিল্লির মন্ত্রী অতিশি এই জল কম দেয়া নিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন। মঙ্গলবার তার অনশন পঞ্চম দিনে পড়ে। তার শরীর বেশ খারাপ হওয়ায় তাকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়। তার সুগার লেভেল খুব কমে গেছে। তিনি আইসিইউ-তে আছেন। অতিশির শরীর খারাপ হওয়ার পর হরিয়ানা থেকে জল দেয়ার পরিমাণ বাড়ানো হয়েছে।
হরিয়ানার দাবি
হরিয়ানা দাবি করেছে, তারা ১৯৯৪ সালের চুক্তি মেনে জল দিচ্ছে। দিল্লির বক্তব্য, তারা যে জল পাচ্ছিল তার থেকে ১১৩ মিলিয়ন গ্যালন জল প্রতিদিন কম আসছে। আর ৩০ বছর আগে দিল্লি যা জল পেত, সেই চুক্তি মেনে ২০২৪ জল পেলে তো মানুষের এই অবস্থা হবে। ৩০ বছরে দিল্লিতে বাসিন্দার সংখ্যা অনেকগুণ বেড়ে গেছে।
বিজেপি-র আন্দোলন
মানুষের জলকষ্ট নিয়ে দিল্লি বিজেপি-র কর্মী-সমর্থকরা প্রবল বিক্ষোভ দেখায়। তাদের উপর জলকামান প্রয়োগ করে পুলিশ। দিল্লিতে পুলিশ আবার বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ কেন্দ্রীয় সরকারের অধীনে।