দক্ষিণ আফ্রিকায় নিরাপত্তা নিয়ে নতুন দুশ্চিন্তা
২২ সেপ্টেম্বর ২০০৯২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বসছে বিশ্বকাপ ফুটবলের আসর৷ তার প্রস্তুতিও চলছে জোরকদমে৷ দক্ষিণ আফ্রিকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুরু থেকেই আয়োজক ও সম্ভাব্য দর্শকদের মনে কিছুটা দুশ্চিন্তা ছিল৷ এবার সন্ত্রাসী হামলার আশঙ্কাকে কেন্দ্র করে বাড়তি দুশ্চিন্তা দেখা দিয়েছে৷ মঙ্গলবার নিরাপত্তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকায় তার দূতাবাস ও অন্যান্য দফতর বন্ধ রেখেছে৷ মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, গত এক দশকে নিরাপত্তার কারণে এই প্রথম মার্কিন দফতরগুলি বন্ধ রাখতে হল৷ পুলিশ অবশ্য দাবি করছে, যে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে৷ পুলিশ কমিশনর বেকি সেলে স্পষ্ট করে জানান নি, যে মার্কিন স্থাপনার প্রতি ঠিক কী ধরনের হুমকির পরিপ্রেক্ষিতে দূতাবাস ও অন্যান্য দফতর বন্ধ রাখা হয়েছে৷ তবে ভুয়ো হুমকির সম্ভাবনার কথা তিনি উড়িয়ে দেন নি৷ আপাতত তদন্ত চলছে৷
দক্ষিণ আফ্রিকা ঠিক কী কারণে সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হতে পারে, তা স্পষ্ট নয়৷ মার্কিন কমান্ডো অভিযানে গত সপ্তাহে আল কায়দার এক সোমালি নেতার হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছে সোমালি বিদ্রোহীরা৷ দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেই ঘটনার সংযোগ না থাকলেও মার্কিন প্রশাসনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সন্ত্রাসবাদীরা অপ্রত্যাশিতভাবে সেখানেও হামলা চালাতে পারে বলে কিছু বিশেষজ্ঞ মনে করছেন৷ ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসের উপর ভয়াবহ হামলাও সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল৷ দক্ষিণ আফ্রিকার জন্য এমন গুরুত্বপূর্ণ এক পর্যায়ে যদি সন্ত্রাসী হামলার আশঙ্কা দেখা দেয়, তার ফলে সেদেশের মারাত্মক ক্ষতি হতে পারে৷ বিশ্বকাপ ফুটবলের আসরকে কেন্দ্র করে সেদেশে যে বিশাল কর্মযজ্ঞ চলছে, তার দীর্ঘমেয়াদী সুফল পাওয়ার আশা করছে সরকার ও সেদেশের মানুষ৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আবদুল্লাহ আল ফারূক