ত্রিপুরায় বিজেপি-কে হারাতে পারবে বাম-কংগ্রেস?
১৬ ফেব্রুয়ারি ২০২৩ত্রিপুরা কে শাসন করবে, বিজেপি নাকি বাম-কংগ্রেস জোট, তৃণমূল কি দাঁত ফোটাতে পারবে বাংলাভাষী এই রাজ্যে? এই সব প্রশ্নের জবাব বৃহস্পতিবারই ইভিএম-বন্দি হয়ে যাবে। আর আগামী ২ মার্চ ভোটগণনার পর তা সামনে আসবে।
পাঁচ বছর আগে সিপিএমের নেতৃত্বাধীন বামেদের পরাজিত করে ত্রিপুরায় সরকার গঠন করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব দেব। কিন্তু বছরখানেক আগে মুখ্যমন্ত্রী বদল করা হয়েছে। এখন মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ভোটে লড়ছে বিজেপি। তারা আইপিএফটির সঙ্গে জোট করেছে। আইপিএফটি লড়ছে ছয়টি আসনে।
আর একসময় প্রবল প্রতিদ্বন্দ্বী বাম ও কংগ্রেস এখানে বিজেপি-কে হারাবার জন্য হাত মিলিয়েছে। বামেরা লড়ছে ৪৭ আসনে, কংগ্রেস মাত্র ১৩টিতে। পশ্চিমবঙ্গে হাত মিলিয়ে দুই দল সফল হয়নি। ত্রিপুরাতে তাদের এই পরীক্ষা সফল হবে কি?
লড়াইয়ের ময়দানে আছে তৃণমূলও। তবে তারা মাত্র ২৮ আসনেই প্রার্থী দিতে পেরেছে। এছাড়া আদিবাসীদের দল তিপ্রা মথা প্রার্থী দিয়েছে ৪২টি আসনে।
এই পরিস্থিতিতে সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল চারটে পর্যন্ত। সকাল নয়টা পর্যন্ত গড়ে ১৩ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে।
তবে বিরোধীরা বেশ কয়েকটি জায়গায় জোর করে ভোট দিতে না দেয়ার অভিযোগ করেছে। কিছু এলাকায় উত্তেজনা আছে।
মুখ্যমন্ত্রী মানিক সাহা দাবি করেছেন, এবারও বিজেপি ভালো ব্যবধানে জিততে চলেছে।
এসজি/জিএইচ(পিটিআই)