তুরস্কে বিয়ে বাড়িতে হামলায় নিহত ৪৪
৫ মে ২০০৯তুরস্কের দক্ষিণ-পূর্বে কুর্দি এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ অন্ততপক্ষে ৪৪ জন নিহত হয়েছে৷ নিহতদের মধ্যে ১৬ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে৷ এছাড়া এই ঘটনায় অপর ৩ প্রতিবেশী আহত হয়েছে৷
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বশির আতালে প্রাথমিকভাবে এই হামলার সাথে কোন সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন৷ তিনি বলেছেন, দুই পরিবারের মধ্যে বিবাদের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে৷ স্থানীয় লোকজনও ঘটনাটিকে পারিবারিক দ্বন্দ্বের ফল বলে মনে করছেন৷ এই হামলার সাথে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ মারদিন প্রদেশের ডেপুটি গভর্নর আহমেত ফেরহাত ওজেনও মনে করছেন, হামলার সাথে সন্ত্রাসী গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টি (পিকেকে) জড়িত নয়৷
মারদিন প্রদেশের বিলগে গ্রামের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় মুখোশ পরা ৪ বন্দুকধারী অতর্কিতে বন্দুক ও গ্রেনেড হামলা চালায়৷ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, কয়েকজন লোক বাড়িতে ঢুকে অতিথিদের ওপর এলোপাতাড়ি গুলি করতে শুরু করে৷ বিয়ের আসরে ২০০ লোক উপস্থিত ছিল বলে জানান তিনি৷
হামলার পর বন্দুকধারীরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ তুরস্কে সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা৷ তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকায় এই ধরণের পারিবারিক কলহের ঘটনা বেশ ঘনঘন ঘটে থাকে৷ তারা প্রায়ই অপরিশোধিত ঋণ, ভূমি সংক্রান্ত বিবাদ কিংবা নারী ঘটিত দ্বন্দ্বে সশস্ত্র হামলার ঘটনা ঘটিয়ে থাকে৷ ঘটনার পরপরই বিলগে গ্রামে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং দুষ্কৃতকারীদের ধরার জন্য ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়েছে৷
প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সঞ্জীব বর্মন